
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
রূপগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় মুদি দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আমিনুল হক অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলো- ইয়াবা শাকিব (২০), মো. আশিক (১৯), মো. মারুফ (১৮), রনি (১৯), ফয়সাল (২০) ও মো. সবুজ (১৮)।
গত ৬ জুন উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকার ইয়াবা শাকিব ও তার সহযোগী ৫-৬ সদস্যের এক দল সন্ত্রাসী ধারালো ছেন, দা, চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রে শস্ত্রেসজ্জিত হয়ে ভায়েলা বাজারে ইন্নত আলী মিয়ার ছেলে আমিনুল হকের মুদি দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে দোকানে থাকা ৫০ হাজার টাকার মালামাল ও নগদ ১ লাখ ২৫ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় বাধা দিলে আমিনুল হক ও তার ছেলে কবির হোসেনকে (২৪) এলোপাতাড়ি ভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, ব্যবসায়ীর দোকানে হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।