A Top Ads

কোমলমতি শিশু কিশোর ছাত্র-ছাত্রীদের আনন্দ উল্লাসে হাজী ফজলুল হক মডেল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

স্কুলের ক্ষুদে শিল্পীদের মধুর কন্ঠে গান, কবিতার ছন্দে, নৃত্যের তালে মুগ্ধ হন উপস্থিত অতিথিবৃন্দ ও অভিভাবকমন্ডলী। অনুষ্ঠানে প্রধান  অতিথির আসন  অলংকৃত করেন চার নম্বর ওয়ার্ডের সফল কাউন্সিলর হাজী মোঃ নুর উদ্দিন মিয়া।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ হাবিবুল্লাহ , সভাপতি হাজী ফজলুল হক মডেল হাই স্কুল ও   ব্যবস্থাপনা পরিচালক, সিদ্ধিরগঞ্জ  হাউজিং প্রাইভেট লিমিটেড ।

বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোঃ আবদুল আউয়াল, নির্বাহী পরিচালক , হাজী  ফজলুল হক মডেল হাই স্কুল ও পরিচালক সিদ্ধিরগঞ্জ হাউজিং প্রাইভেট লিমিটেড,  সভাপতি, সিদ্ধিরগঞ্জ হাউজিং প্লট ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি, হাজী মোঃ কবির হোসেন, পরিচালক, হাজী ফজলুল হক মডেল হাই স্কুল ও সিদ্ধিরগঞ্জ হাউজিং প্রাইভেট লিমিটেড।

প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ শফিউর রহমান খান লিটন ও অন্যান্য শিক্ষকবৃন্দ। মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি হাজী মোঃ নুর উদ্দিন মিয়া। কয়েকদিন পূর্বে অনুষ্ঠিত বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথি কাউন্সিলর হাজী নুর উদ্দিন মিয়া বলেন, ৪ নং ওয়ার্ডের সুনাম অর্জনের জন্য অত্র বিদ্যালয় কে নারায়ণগঞ্জ জেলায় প্রথম স্থান অর্জন করতে হবে। স্কুলে শিক্ষাবান্ধব সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে। সকল অভিভাবককে সন্তানদের প্রতি আরো যত্নশীল হতে হবে।

সভাপতির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গোলাম হাবিবুল্রাহ হবুল বলেন, মাদক থেকে বাঁচতে হলে খেলাধুলার বিকল্প নেই। আমাদের সকলের সবসময় সজাগ থাকতে হবে আমাদের কোমলমতি সন্তানদের খেয়ালে। আগামীদিনের দেশের ভবিষৎদের রক্ষায় সকলে এক হয়ে কাজ করতে হবে। মাদক ও কিশোর গ্যাং এর বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

সহকারী প্রধান শিক্ষক ইমরান হোসেন ও  সহকারি শিক্ষিকা  স্বর্ণালীর  প্রাণবন্তকর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি আব্দুল কাইয়ুম খান সবুজ ,সাধারণ সম্পাদক, সিদ্ধিরগঞ্জ হাউজিং প্লট ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি,আমন্ত্রিত অতিথি মোঃ মজিবুর রহমান, প্রধান শিক্ষক, শিশু কানন হাই স্কুল ও সভাপতি, বেসরকারি হাই স্কুল সিদ্ধিরগঞ্জ থানা ও হাজী ফজলুল হক মডেল হাই স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা বৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

আগের সংবাদ দেখুনদুই দলের সংঘর্ষ
পরের সংবাদ দেখুনকোন ষড়যন্ত্রই কাজে আসবে না: পাট ও বস্ত্রমন্ত্রী