নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বসত ঘর ভাঙচুর ও গৃহিণীদের মারধর করেছে চিহ্নিত মাদক কারবারিরা শাহাবুদ্দিন ও ইকবাল বাহিনী। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কাউকে খুজে পায়নি পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৭টায় মিজমিজি আব্দুল আলী পুল এলাকায় মো. মমিন হোসেন ও ফরিদ হোসেনের বসত ঘরে এ হামলা চালায় অভিযুক্ত মাদক কারবারি ও তাদের সহযোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার মৃত বিল্লাল হোসেনের তিন ছেলে মো. সাহাবুদ্দিন (২৯), মো. মহিউদ্দিন (৩৬) ও মো. পারভেজ (২৫) দ্বয়ের সাথে মো. সিরাজ মিয়ার ছেলে মো. মমিন হোসেন গংদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে উভয়পক্ষের মামলা চলমান রয়েছে। বিরোধের জের ধরে অভিযুক্তরা তাদের সহযোগী মিজমিজি পাইনাদী এলাকার ধনু মিয়ার ছেলে মো. সোহরাব হোসেন (৬৫), মৃত মাবুদ আলীর ছেলে মো. হণ্ডল মিয়া (৬০), কামিজ উদ্দিনের ছেলে মো. ইকবাল হোসেন (৩২), মো. আরিফ হোসেন সহ অজ্ঞাত আরো ২০/২৫ জন বেআইনি জনতাবদ্ধে দেশীয় অস্ত্রসহ ভুক্তভোগীদের বসত ঘরে হমলা চালিয়ে ভাঙচুর এবং গৃহিণীদের মারধর করে। এতে কহিনুর বেগম, আম্বিয়া বেগম, শাহানা ও বিজয় নামে চারজন আহত হন। আহতদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
থানায় লিখিত অভিযোগকারী মো. মমিন হোসেন জানান, অভিযুক্তরা আমার বাড়ীর ভিতরে প্রবেশ করে আমার মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের শারীরিক নির্যাতন করেছে। তারা আমার বাড়ীর টিনের ঘর ভাংচুর করে আনুমানিক দুই লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে।
মারধরের শিকার কহিনুর রাহেলা জানান, হঠাৎ ৫/৬ জন যুবক আমার ঘরে ঢুকে আমাকে সিড়িতে ফেলে মারধর করতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের ঘর ভাঙচুর করে। চেয়ে চেয়ে দেখা ছাড়া আমাদের কিছুই করার ছিলনা। আমরা তাদের অনেক অনুরোধ করেছি। কেউ আমাদের কোন কথা শোনেনি।
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বতস-ঘর ভাঙচুর অবস্থায় দেখা গেছে। পরে স্থানীয়দের নিয়ে অভিযুক্তদের বাসায় গিয়ে তাদের ঘর তালাবদ্ধ পাওয়া যায়।
এদিকে স্থানীয় এলাকাবাসী জানায়, অভিযুক্ত শাহাবুদ্দিন ও ইকবাল এলাকার চিহ্নিত মাদক কারবারি। এলাকায় পুলিশের সোর্স হিসেবে তাদের পরিচিতি বেশী। সোর্স পরিচয়ে দীর্ঘদিন ধরে তারা দু’জন অন্যান্য সহযোগীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় মাদক দ্রব ফেন্সিডিল বেচা-কেনা করে আসছে। এছাড়া সোর্স হওয়ার সুবাদে ঈদের আগে রমজান মাস জুড়ে শাহাবুদ্দিন ও ইকবাল ঐ এলাকার মাদক কারবারিদের প্রশাসনের চোখ ফাকি দিয়ে নির্বিঘ্নে মাদক বেচা-কেনা করার সুযোগ করে দেওয়ার কথা বলে আর্থিক সুবিধা গ্রহণ করেছে। তাছাড়া তারা দু’জন এলাকায় সাধারণ মানুষের নানা ধরণের সমস্যাকে কেন্দ্র করে ব্লাকমেইলিং করে অর্থ আদায় করে থাকে বলে অভিযোগ এলাকাবাসির।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan