নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
অবৈধ লেগুনা ছুটে চলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। প্রতিদিন মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে সাইনবোর্ড হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত চলে দুই শতাধিক লেগুনা। সরকার নিষিদ্ধ করলেও এই রুটে লেগুনা চালায় সিন্ডিকেট। মোড়ে মোড়ে চালকদের দিতে হয় চাঁদা। যার নেই কোন রসিদ বা টোকেন। এভাবে চালক এবং মালিকদের কাছ থেকে সিন্ডিকেটের মাসে আয় লাখ লাখ টাকা।
পুলিশ প্রশাসন, সরকার দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন মহলে এই টাকা ভাগ হয় বলে জানিয়েছেন লেগুনা মালিকরা। চালক এবং লেগুনা মালিকদের অভিযোগ, দিনের আলোতে প্রকাশ্যে চাঁদাবাজি করলেও কোন ব্যবস্থা নেয় না পুলিশ। সংসার চালাতেই হিমশিম খেতে হয়, তার উপর চাঁদা দিয়ে লেগুনা চালাতে হচ্ছে তাদের।
গত রবিবার শিমরাইল এলাকায় লেগুনা পরিবহনের লাইনম্যান পরিচয়ে চাঁদা আদায় করছিলেন আব্দুর রহমান নামের এক ব্যক্তি। তার কাছে গিয়ে জিজ্ঞেস করলে চাঁদাবাজির কথা স্বীকারও করেছেন তিনি।
লেগুনাপ্রতি ৩০ টাকা নিচ্ছেন এই সিন্ডিকেট সদস্য। তবে আব্দুর রহমানের দাবি, ৩০ টাকা নয়, ১০ টাকা করে নিচ্ছেন তিনি। কেন লেগুনা থেকে চাঁদা নিচ্ছেন? এমন প্রশ্নে আব্দুর রহমান সরল স্বীকারোক্তি দিয়ে বলেন, ‘এই টাকা দিয়ে বউ-বাচ্চা নিয়ে সংসার চালাই। অসুস্থ মানুষ, পেটের দায়ে বাধ্য হয়েই রাস্তায় নেমে চাঁদা তুলছি।’ কার কথায় চাঁদা তুলছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরশ (হাসানুজ্জামান পরশ) ভাইয়ের হয়েই কাজ করি।’
খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে সাইনবোর্ড হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত চলে দুই শতাধিক লেগুনা। বেশির ভাগ পরিবহনের নেই কোনো রোড পারমিট ও প্রয়োজনীয় কাগজপত্র। চাঁদা দিয়েই দীর্ঘদিন যাবৎ এ সড়কে চলাচল করছে এ সকল অবৈধ লেগুনা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বেশির ভাগ লেগুনা চালক ও হেলপার অপ্রাপ্ত বয়স্ক। তাদের কাছে নেই ড্রাইভিং লাইসেন্স। এ মহাসড়ক দিয়ে চলা অধিকাংশ লেগুনার অবস্থাও বেহাল। লক্কড়-ঝক্কড় গাড়িগুলো বছরের পর বছর চললেও দেখার যেন কেউ নেই। পুলিশ প্রশাসনের নাকের ডগায় প্রতিনিয়তই এক প্রকার আয়েশেই চলাচল করে মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত লেগুনা।
অনুসন্ধানে জানা গেছে, এই সড়কে দুই শতাধিক লেগুনা চলে ‘পরশ ও পলাশ সিন্ডিকেট’কে চাঁদা দিয়ে। সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা হাসানুজ্জামান পরশ পরিচয় দেন লেগুনার ব্যবস্থাপনা পরিচালক। চাঁদাবাজি করেই হীরাঝিল এলাকাসহ বিভিন্ন জায়গায় একাধিক জমি, পাঁচ-সাতটি লেগুনাসহ মাত্র কয়েক বছরে কোটি টাকার মালিক বনে গেছেন তিনি। বিভিন্ন পরিবহন চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার হলেও হাসানুজ্জামান পরশের বিরুদ্ধে কোন মামলা হয়নি এখনো। পরশের হয়ে মোড়ে মোড়ে চাঁদা তোলে তার লোকজন।
শিমরাইল এলাকায় নিজেই থাকেন হাসানুজ্জামান পরশ। সেখানে চিটাগাং রোড লেগুনা মালিক সমিতির নামে আতিকুর রহমান আতিক মিয়াসহ পরশ সিন্ডিকেট প্রতিদিন দুই শতাধিক লেগুনা থেকে ৪৫০ টাকা করে চাঁদা তোলে। এতে দিনে প্রায় লাখ টাকা তুলে নেয় এই চক্র। এ ছাড়াও ওই এলাকায় আব্দুর রহমান, মনির হোসেন ও শহিদ মিয়া প্রতি গাড়ি থেকে নেন ৩০ টাকা।
অন্যদিকে যাত্রাবাড়ী এলাকায় চলে পলাশ মিয়ার সিন্ডিকেট। ওই এলাকায় তার হয়ে আরিফ, সাঈদ, কাউসার, অনিক, শাহ আলম, নয়ন সহ কয়েকজন চাঁদাবাজ প্রতি লেগুনা থেকে ৫০ টাকা করে চাঁদা আদায় করেন। মোড়ে মোড়ে এই চাঁদাবাজদের টাকা দিতে হয় লেগুনা চালক এবং মালিকদের। মাসে প্রায় ৩৫ লাখ টাকা চাঁদা দেওয়া হয় বলে দাবি তাদের। সিদ্ধিরগঞ্জ আজিবপুর বাগানবাড়ী এলাকায় নূরু মিয়ার ছেলে আতিকুর রহমান আতিক দীর্ঘদিন যাবৎ লেগুনা থেকে চাঁদা আদায় করে হয়েছেন বাড়ি ও গাড়ির মালিক। রয়েছে সাত-আটটি লেগুনা পরিবহন। প্রশাসনের ভয়ে মাঝে মাঝে এলাকা থেকে গা-ঢাকা দেন আতিক। তবে কিছুদিন পরেই ফেরেন মহাসড়কে চাঁদাবাজ রূপে।
শিমরাইল এলাকায় চলাচলকারী লেগুনা চালক বরকত উল্লাহ বলেন, ‘বাধ্য হয়েই চাঁদা দিয়ে গাড়ি চালাতে হয়। চাঁদা না দিলে বিভিন্নভাবে হয়রানিসহ গাড়ি বন্ধ করে দেওয়া হয়। লাইনে নতুন গাড়ি নামাতে হলে এককালীন হিসেবে চাঁদা দিতে হয় ১৫ থেকে ৩০ হাজার টাকা।’
সিন্ডিকেট প্রধান হাসানুজ্জামান পরশ বলেন, ‘আমি কোনো চাঁদাবাজির সঙ্গে জাড়িত না। এই সড়কে আমার কয়েকটি লেগুনা রয়েছে। এ সকল লেগুনা থেকে ভাড়া উত্তোলন করে সংসার চালাই। সমিতির নামে যে টাকা ওঠাই, তা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, জনপ্রতিনিধি, দলীয় নেতা-কর্মীসহ সবাইকে দিতে হয়।’
শিমরাইল এলাকায় দায়িত্বরত হাইওয়ে পুলিশের এএসআই আলাউদ্দিন মিয়া বলেন, ‘আমি এক বছর যাবৎ শিমরাইল মোড়ে দায়িত্ব পালন করছি। পুরো সময় ধরে প্রতিদিনই সকাল থেকে গভীর রাত পর্যন্ত লেগুনা চলাচল করছে। এ বিষয়টি বড় স্যারদের নজরে আছে। তারাই ভালো বলতে পারবেন।
হাইওয়ের এসপি আলী আহম্মেদ খান বলেন, মহাসড়কে লেগুনা চলাচল নিষিদ্ধ। যেগুলো চলাচল করছে তাদের বিরুদ্ধে নিয়মিত রেকারিং ও জরিমানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোনোভাবেই এ সকল নিষিদ্ধ পরিবহন মহাসড়কে চলাচল করতে পারবে না।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ‘ইতিমধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। লেগুনা থেকে যে সকল চাঁদাবাজরা অবৈধভাবে চাঁদা উত্তোলন করছে খুব শিগগিরই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan