
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অপরিকল্পিতভাবে পুলিশ বক্স নির্মানের অভিযোগ উঠেছে সড়ক ও জনপথের বিরুদ্ধে। সড়ক ও জনপথের এমন কর্মকান্ডে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালের শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ট্রাক টার্মিনাল এলাকায় হাইওয়ে পুলিশের জন্য একটি পুলিশ বক্স নির্মাণের কাজ শুরু করে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ)। এতে করে টার্মিনালের পশ্চিম দিক দিয়ে ট্রাক’সহ বিভিন্ন যানবাহন চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে যাবে। এছাড়া মুসল্লিদের নামাজের অজুখানাটিও সরিয়ে ফেলতে হবে।
তবে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত হোসেন টার্মিনালের পশ্চিম দিক দিয়ে চলাচল করা রাস্তার কোন সমস্যা হবে না দাবি করে বলেন, সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ স্থানটি পরিদর্শন করে পুলিশ বক্স নির্মাণের সম্মতি দেন।
উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় অংশে প্রশস্তকরণের কাজ চলছে। মহাসড়ক প্রশস্তকরণ কাজের কারণে পুরনো শিমরাইল পুলিশ বক্সটি ভেঙে ফেলতে হবে। এ কারণে হাইওয়ে পুলিশ সদস্যদের জন্য নতুন একটি পুলিশ বক্স নির্মাণের জন্য কাজ শুরু করে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।
স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কর্মকর্তারা শিমরাইল ট্রাক টার্মিনালে সওজের পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকা সত্ত্বেও টার্মিনালের পশ্চিম অংশে একটি মসজিদের ওযুখানার সরিয়ে রাস্তা বন্ধ করে পুলিশ বক্স নির্মাণ করছে।