A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অপরিকল্পিতভাবে পুলিশ বক্স নির্মানের অভিযোগ উঠেছে সড়ক ও জনপথের বিরুদ্ধে। সড়ক ও জনপথের এমন কর্মকান্ডে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালের শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ট্রাক টার্মিনাল এলাকায় হাইওয়ে পুলিশের জন্য একটি পুলিশ বক্স নির্মাণের কাজ শুরু করে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ)। এতে করে টার্মিনালের পশ্চিম দিক দিয়ে ট্রাক’সহ বিভিন্ন যানবাহন চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে যাবে। এছাড়া মুসল্লিদের নামাজের অজুখানাটিও সরিয়ে ফেলতে হবে।

তবে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত হোসেন টার্মিনালের পশ্চিম দিক দিয়ে চলাচল করা রাস্তার কোন সমস্যা হবে না দাবি করে বলেন, সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ স্থানটি পরিদর্শন করে পুলিশ বক্স নির্মাণের সম্মতি দেন।

উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় অংশে প্রশস্তকরণের কাজ চলছে। মহাসড়ক প্রশস্তকরণ কাজের কারণে পুরনো শিমরাইল পুলিশ বক্সটি ভেঙে ফেলতে হবে। এ কারণে হাইওয়ে পুলিশ সদস্যদের জন্য নতুন একটি পুলিশ বক্স নির্মাণের জন্য কাজ শুরু করে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কর্মকর্তারা শিমরাইল ট্রাক টার্মিনালে সওজের পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকা সত্ত্বেও টার্মিনালের পশ্চিম অংশে একটি মসজিদের ওযুখানার সরিয়ে রাস্তা বন্ধ করে পুলিশ বক্স নির্মাণ করছে।

আগের সংবাদ দেখুন৯৬০ ক্যান বিয়ার’সহ আটক ২
পরের সংবাদ দেখুনএকই থানায় সাড়ে তিন বছর!