A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: রাজধানী ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ নারায়ণগঞ্জে ৫টি স্পটে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালিয়েছে পুলিশ। শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত এ তল্লাশি কার্যক্রম চালাতে দেখা গেছে। এ সময় পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যকেও সাইনবোর্ড এলাকায় যানবাহনে তল্লাশি চালাতে দেখা যায়। এদিকে শনিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসসহ যানবাহন চলাচল কম থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা জানান, ফতুল্লার পাগলা, সিদ্ধিরগঞ্জর সাইনবোর্ড, সুলতানা কামাল ব্রিজ এবং রূপগঞ্জের কাঞ্চনসহ ৫টি স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছিল। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পুলিশী তল্লাশি কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, চেকপোস্ট বসিয়ে তল্লাশি আমাদের নিয়মিত কাজের একটা অংশ। তবে এটা আগের চেয়ে কিছুটা বেড়েছে। কারণ শনিবার ঢাকায় দুটি দলের সমাবেশ। এই সমাবেশকে ঘিরে কেউ যেন কোন নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। আমরা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য চেকপোস্ট বসেছি।

এদিকে ঢাকায় এ দুটি রাজনৈতিক দলের সমাবেশ কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল একেবারেই ছিল ফাঁকা। দুরপাল্লার যাত্রীবাহী বাসসহ পরিবহন চলাচল প্রায় বন্ধ ছিল। ফলে যাদের জরুরী প্রয়োজনে নির্ধারিত গন্তেব্যে যেতে হয়েছে তাদেরকে পরিবহনের সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। শনিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায় পরিবহনের অপেক্ষায় অনেক যাত্রী মহাসড়কে দাঁড়িয়ে আছেন। এ সময় পরিবহন সংকট থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে বাধ্য হয়েছে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে এলাকায় স্ত্রী সন্তান নিয়ে দাঁড়িয়ে আছেন রুবায়েত হাসান নামে এক যাত্রী। তিনি জরুরী প্রয়োজনে কুমিল্লায় যাবেন। কিন্তু পরিবহন পাচ্ছেন না। এভাবেই যাত্রীরা পরিবহন সংকটে চরম ভোগান্তিতে পড়তে বাধ্য হয়েছেন। ##

আগের সংবাদ দেখুনবিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে রাজপথে শামীম ওসমান
পরের সংবাদ দেখুনডেমরায় মোড়ে মোড়ে তল্লাশি