A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজারে বান্টি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা এসময় কয়েকটি গাড়ি ভাংচুর করে তারা। পরে পুলিশ এসে মহাসড়ক থেকে তাদের অবরোধকারীদের সরিয়ে দেন।


প্রতক্ষদর্শী ও পুলিশ জানায়, বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে মহাসড়কের বান্টি এলাকায় বিএনপির কর্মীসমর্থকরা মহাসড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ মিছিল করে। এসময় উত্তেজিত কর্মীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ এসে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেয়।
বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ জানান, আমাদের দাবি না পুরণ হওয়া পর্যন্ত আমরা কোনভাবেই মহাসড়ক ছাড়বো না। স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা তার বাড়িতে ব্যপক ভাংচুর লুটপাট চালিয়ে অর্ধকোটি টাকার ক্ষতি সাধন করেছে বলে দাবি করেন তিনি।
আড়াইহাজার থানার অফিসার্স ইনচার্জ আহসান উল্লাহ জানান, আড়াইহাজারের সীমান্তবর্তী এলাকায় কয়েকজন নেতাকর্মীরা হঠাৎ মহাসড়কে অবস্থান নিয়ে গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়। আমরা যথাসময়ে ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেই।

আগের সংবাদ দেখুনবেঁচে গেলেন গিয়াস উদ্দিন
পরের সংবাদ দেখুনসড়ক অবরোধ, বিক্ষোভ, অগ্নিসংযোগ