A Top Ads
শাহজালাল, সোনারগাঁ থেকে: বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে হরতাল বিরোধী মিছিল করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুমের আয়োজনে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ কায়সার হাসনাতের নেতৃত্বে আজ রোববার  দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় মেঘনা টোলপ্লাজার সামনে এই মিছিল হয়।
এ সময় আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুম সাংবাদিকদের বলেন, সকালবেলা ছিলাম কাঁচপুর এলাকায় এখন মেঘনা এবং সন্ধা পর্যন্ত আমরা মোগরাপাড়া চৌরাস্তায় পাহারা দিবো। সোনারগাঁয়ে বিএনপি জামায়াতের কোন প্রকার সন্ত্রাসী, নৈরাজ‍্য ও বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।

আগের সংবাদ দেখুনবিএনপি-পুলিশ সংঘর্ষে গুলিবৃদ্ধসহ আহত অর্ধশতাধিক
পরের সংবাদ দেখুনহরতাল বিরোধী মিছিল