A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমড়াইল এলাকার কয়েকটি স্থানে ৩৩ হাজার ভোল্ডের উচ্চ ক্ষমতাসম্পন্ন কয়েকটি বিদ্যুতের খুটি বিপদ জনক হয়ে দাড়িয়েছে। এগুলো পাশ কাটিয়ে জীবনের ঝুকি নিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহনে নিরাপত্তাহীনতায় হাজার হাজার যাত্রী এ সড়কে যাতায়াত করতে প্রতিনিয়তই দূর্ভোগ পোহাচ্ছেন।

খুটিগুলো সরানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত অপসারণ হয়নি খুটিগুলো। ফলশ্রুতিতে আতংকে এ পথ দিয়ে হাজার হাজার যাত্রীরা যাতায়াত করছেন। তবে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী জানান, খুটিগুলো সরানোর জন্য ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।

সরেজমিনে রবিবার শিমড়াইল মোড়ে দেখা গেছে,মহাসড়কের এক পাশে সংস্কার কাজ ও সড়ক বর্ধিতকরণ করার কারণ, সড়ক প্রসস্থ করার কাজ শুরু হওয়ায় বিদ্যুতের খুটিগুলো এখন মহাসড়কের মাঝখানে চলে এসেছে। খুঁটিগুলোর জায়গায় গাড়িগুলোকে গতি কমিয়ে পাশ কাটিয়ে চলাচল করতে হচ্ছে।

এতে করে শিমরাইলের অংশে প্রতিনিয়ত যানবাহনের জটলা লেগে থাকছে, যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যানবাহন ও পথচারীদের।

শ্যামলী পরিবহনের চালক আনু আহমেদ জানান, সড়কে বৈদ্যুতিক খুঁটির কারণে রাতে গাড়ি চালাতে সমস্যা হয়। অসতর্কতার কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। এতে আমরা সবসময় আতংকের মধ্যে গাড়ি চালাতে হয়।

নাফ পরিবহনের বাসচালক করিম আলী জানান, আমাদের পরিবহন শিমড়াইল থেকে মোগড়াপাড়া পর্যন্ত চলাচল করে। দুলপাল্লার চালকরা খুঁটির বিষয়ে অবগত না থাকায় যেকোন সময় খুঁটির সাথে ধাক্কা লেগে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন তিনি। এভাবে মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি থাকা খুবই ঝুঁকিপূর্ণ।

এ বিষয়ে জানতে চ্ইালে ডিপিডিসি সিদ্ধিরগঞ্জের নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী জানান, মহাসড়কের উপর সড়ক ও জনপথ বিভাগ (সওজ)’র জায়গা থেকে খুঁটিগুলো সরানোর জন্য প্রধান কার্যালয়ে চিঠি দিয়েছি। খুটিগুলো সরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান এই কর্মকর্তা।

এ বিষয়ে সড়ক ও জনপথ নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী সাহানা ফেরদৌস জানান, বৈদ্যুতিক খুঁটির কারণে দ্রুত কাজ শেষ করা যাচ্ছে না। বিদ্যুতের খুঁটিগুলো সরিয়ে নেওয়ার জন্য আমরা ডিপিডিসি কর্মকর্তাদের একাধিকবার বলেছি। তারা আদমজী সড়কের খুটিগুলোর সাথে মহাসড়কের খুটিগুলো সরাবে বলে আমাদের আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে শিমরাইল ক্যাম্প হাইওয়ে পুলিশের পরিদর্শক শরফুদ্দিন আহমেদ জানান, শিমড়াইল এলাকায় মহাসড়কের উপর কয়েকটি খুটি থাকায় পরিবহনগুলো চলাচল করতে বিঘ্ন হচ্ছে। খুঁটিগুলোর কারণে মহাসড়ক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে মহাসড়কের ওই অংশে যানজটের সৃষ্টি হয়। দ্রুত খুঁটিগুলো অপসারণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তিনি।

 

 

 

আগের সংবাদ দেখুনদশ বছর মানুষের কল্যাণে নিয়োজিত ছিলাম: এমপি খোঁকা
পরের সংবাদ দেখুনগ্যাসসিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজন