
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অংশে টায়ারে আগুন দিয়েছেন দুবৃত্তরা। মঙ্গলবার সকালে মহাসড়কের মাদানী নগর এলাকায় টায়ার মার্কেটের সামনে কেন্দ্রীয় বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের সমর্থকরা টায়ারে অগ্নি সংযোগ করে বিক্ষোভ করে ।
প্রতক্ষদর্র্শীরা জানান, সকালে হঠাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর মোড়ে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ করেন বিএনপির নেতৃবৃন্দরা। মহাসড়কে আগুন দেওয়ার পর পুলিশ এসে আগুন নিভিয়ে দিয়ে পোড়া টায়ার গুলো সড়ক থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
করিম মিয়া নামে এক চা দোকনি জানান, কাস্টমারকে চা বানিয়ে দিচ্ছিলেন এমন অবস্থা হঠাৎ করে নাকে পোড়া গন্ধ আসে তার। এরপর সড়কে তাকিয়ে দেখেন টায়ার জ্বলছে। তবে কে বা কারা এই টায়ার জালিয়েছে তা বলতে পারেনি তিনি।
কাচঁপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন বলেন, আগুন লাগার খবর মাত্রই আমি সাথে সাথে ঘটনা স্থলে এসে আগুন নিভিয়ে দিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, এতো সকালে মহাসড়কে কে বা কারা আগুন দিয়েছে তা আমার জানা নেই। আমরা বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করব। তিনি আরো বলেন, মানুষকে ভয় ভীতি দেখিয়ে নাশকতার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে।