
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ডস্থ এনায়েতনগর শাহী জামে মসজিদের পূর্ণ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ মে) ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীন মোল্লা ও মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, মতোওয়াল্লী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
স্থানীয়রা জানান, ১৯৮১ সালে বাখর আলী প্রধান নামে এনায়েতনগর এলাকার কৃতি সন্তান ৮.৩০ শতাংশ জমি মসজিদের নামে ওয়াকফা করে দান করেন এবং এই মসজিদে প্রায় তিন গ্রামের মানুষ জুম্মার নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ জামায়েতে আদায় করতেন। সেই থেকে এনায়েতনগর শাহী জামে মসজিদ নামে নামকরণ করা হয় মসজিদটির।
সময়ের পরিবর্তনে ধীরে ধীরে এনায়েতনগরে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। বিগত সময়ে মসজিদটি দ্বিতীয় তলা বিশিষ্ট থাকলেও মুসল্লী সংখ্যা অনুযায়ী মসজিদের আয়তন অনেকটা কম মনে হওয়ার কারণে মসজিদ কমিটির সম্মিলিত সিদ্ধান্তে একটি আধুনিক মডেল ও ছয়তলা বিশিষ্ট মসজিদ তৈরির কাজের উদ্বোধন করা হলো।
এসময় মসজিদ কমিটির সভাপতি মো. মোক্তার হোসেনে বলেন, প্রতিটি মসজিদ আল্লাহর ঘর এবং এই ঘর নির্মাণের জন্য আল্লাহ আমাদেরকে দায়িত্ব দান করেন। তাই আমরা সকলের সহযোগিতায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজ করে থাকি। সকলের সহযোগিতায় এই এনায়েতনগর শাহী জামে মসজিদের পূর্ণ নির্মান কাজ শুরু করা হয়েছে।
তিনি আরো বলেন, মসজিদটি ছয়তলা হবে। এতে পূর্ণ নির্মাণ কাজের আনুমানিক ব্যয় হতে পারে প্রায় ৫ কোটি টাকা। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের কাছে বেশকিছু অনুদান এসেছে এবং আমাদের মসজিদ ফান্ডের অর্থ সহ এনায়েতনগর শাহী জামে মসজিদের পূর্ণ নির্মাণ কাজ শুরু হয়েছে।
মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শাহ আলম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নূর আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ হাজী মো. মোখলেছুর রহমান, বর্তমান মোতওয়াল্লী মো. ইকবাল হোসেন পাঠান, ৮নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ নেতা মো. কাজী অহিদ আলম, সিভিল ইঞ্জিনিয়ার মো. তারিকুল ইসলাম টিটু সহ এনায়েতনগর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।