
এফবিসিআই’র পরিচালক, যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান, গাজী গ্রুপের উপ- ব্যবস্থাপনা পরিচালক ও জিটিভির চেয়ারম্যান এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের কনিষ্ঠ পুত্র গাজী গোলাম আশরিয়া বাপ্পি’ র আশু রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল ১৪ জুন বুধবার রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ এ কর্মসূচি পালন করে। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মশিউর রহমান তারেক।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, নর্থসাউথ আবাসন প্রকল্পের চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দিলু, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, আওয়ামীলীগ নেতা মাছুম চৌধুরী অপু, হারুন অর রশিদ, ওমর ফারুক, সামসুল প্রধান, আবদুল্লাহ আল মামুন, অলিউল্লাহ, আব্দুল কাউয়ুম, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আরিফ খান জয়, রূপগঞ্জ ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আন্নী আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহমতউল্লাহ, সাধারণ সম্পাদক হোসেন আহম্মেদ, রূপগঞ্জ ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক সোহেল প্রধান, ছাত্রলীগ নেতা কিরণ ভুঁইয়া, আজমীর ইসলাম , যুবলীগ নেতা জুলহাস, আক্তার হোসেন, জমির আলী, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য আওলাদ হোসেন ও আলমগীর হোসেন প্রমূখ।
পরে মিলাদ মাহফিল, দোয়া ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।