
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩৪টি পূজা মন্ডপে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দূর্গা পূজা আয়োজনের অনুষ্ঠানিকতা। এ বছর উপজেলার আড়াইহাজার ও গোপালদী দুটি পৌরসভা এলাকা এবং ৬টি ইউনিয়নে পূজা মন্ডপ গুলোতে পূজা উদযাপিত হচ্ছে বলে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিপ্লব ভৌমিক জানান। তবে এলাকা ঘুরে দেখা গেছে যে, পূজা অর্চনাকারীগণ এ বছর মূর্তি গড়ার কারিগর দ্বারা মূর্তি তৈরী করার চেয়ে কিনে আনা মূর্তির প্রতি আগ্রহী বেশি।
আড়াইহাজার উপজেলার পূজা মন্ডপ গুলো হচ্ছে, আড়াইহাজার চৌধুরীপাড়া শ্রীশ্রী কালি মন্দির শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, গাজীপুরা সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, কামরানীরচর শ্রী শ্রী গৌরনিতাই আখড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, কামরানীরচর শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালি মন্দির যুবসংঘ সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, কামরানীরচর অজিত কুমার দাসের বাড়ি সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, ঝাউগড়া স্বর্গীয় রাখাল দাসের বাড়ী সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, কামরানীরচর রাধাগোবিন্দ জিউ মন্দির (ক্ষিতিশ সরকারের বাড়ি) সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, ঝাউগড়া জওহরলাল দাস বাবুলের বাড়ী সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, কামরানীরচর বলরাম সূত্রধরের বাড়ি সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, রামচন্দ্রদী ঋষিপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, সদাসদী পশ্চিমপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, সদাসদী পূর্বপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, উলুকান্দি পূর্বপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, উলুকান্দি পশ্চিমপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ. উলুকান্দি উত্তরপাড়া কৃষ্ণ মন্দির সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, উলুকান্দি নমসূদ্র পাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, উলুকান্দি পূর্বপাড়া (সাহা পাড়া) সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, উলুকান্দি পশ্চিমপাড়া (দাসপাড়া) সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, বালিয়াপাড়া গোপীনাথ জিউ আখড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, মনোহরদী স্বর্গীয় হারাধন পালের বাড়ী সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, ভৈরবদী সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, উচিৎপুরা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, সুলতানসাদী সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, সুলতানসাদী দাসপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, কালিবাড়ী শ্রী শ্রী কালিমন্দির সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, দুপ্তারা মালপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, দুপ্তারা মনিপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, দুপ্তারা পশ্চিমপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, পাঁচগাঁও কর্মকারপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, রাইনাদী মানিকদাসের বাড়ী সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, আশারামপুর পন্ডিত বাড়ী সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, কালাপাহাড়িয়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ ও পূর্বকান্দি কালিদাসের বাড়ী সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,আড়াইহাজার উপজেলার সভাপতি হারাধন চন্দ্র দে জানান, এবার উপজেলা সবথেকে বেশী ৩৪টি মন্ডপে পূজার আয়োজন চলছে। তার মধ্যে আড়াইহাজার পৌরসভায় ১০টি,গোপালদী পৌরসভায় ৮টি,দুপ্তারা ইউনিয়নে ৫টি,ব্রাহ্মন্দী ইউনিয়নে ২টি,হাইজাদী ইউনিয়নে ৩টি,ফতেপুর ইউনিয়নে ২টি উচিৎপুরা ইউনিয়নে ২টি ও কালাপাহাড়িয়া ইউনিয়নে ২টি পূজা মন্ডপের প্রতিমা তৈরীতে ও মন্ডপ সজ্জায় শিল্পীরা শেষ রংতুলির আঁচড় দিচ্ছেন। পুজাকে কেন্দ্র করে স্ব-স্ব পূজা কমিটি ব্যস্ত সময় পার করছে। তিনি বলেন, প্রতিটি পূজা মন্ডপে উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর নজরধারী বাড়ানো হয়েছে। তার পাশাপাশি স্থানীয় পূজা কমিটি স্ব-স্ব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে প্রহরার ব্যবস্থা করছে।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক আহমেদ জানান, এবার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা নির্ভিঘেœ,নিরাপদে, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে করতে প্রশাসন মন্ডপগুলোকে সর্বদা কঠোর নজরধারীর মধ্যে রাখছে এবং আইনশৃখলা বাহিনী প্রতিটি পূজামন্ডপকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে বলেও তিনি জানান।