A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মধ্যরাতে একটি পার্কিং করা বাসে আগুন দিয়েছেন আগুন সন্ত্রাসীরা। এ সময় বাসটিতে ভাংচুর চালায় তারা। শনিবার মধ্যরাতে এ সিদ্ধিরগঞ্জের সানারপাড় পিডিকে পাম্পে এ ঘটনা ঘটে। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, গতকাল রাতে আগুন সামান্য হওয়ায় গ্যারেজে থাকা লোকরাই আগুন নিভিয়ে ফেলেন। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। দুর্ঘটনাবশত নাকি কোনো নাশকতার উদ্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে তা আমরা খতিয়ে দেখছি।

 

আগের সংবাদ দেখুনআড়াইহাজারে স্বামীর হাতে স্ত্রী খুন
পরের সংবাদ দেখুনঝুটের গোডাউনে আগুন