A Top Ads

জহিরুল ইসলাম মৃধা, সোনারগাঁঃ  সৌদি আরবের বিশ্ববিখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের কৃতী সন্তান মুশাহিদ দেওয়ান। তিনি বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াতু লুগাতিল আরাবিয়্যাহ অনুষদের অধীনে সপ্তাহে আটটি লেকচার প্রদান করবেন।

মুশাহিদ দেওয়ান নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁও উপজেলার বারদীর পার্শ্ববর্তী পরমেশ্বরদী গ্রামের মরহুম হাফেজ মুবারক দেওয়ানের ছোট ছেলে। তিনি প্রথমে স্থানীয় বারদী নেসারিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে পড়াশোনা শুরু করেন।

২০১৬ সালের ৮ ফেব্রুয়ারি তিনি সৌদি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত স্কলারশিপ নিয়ে পবিত্র মদিনায় পাড়ি জমান। সেখানে মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াতু লুগাতিল আরাবিয়্যাহ থেকে অনার্স সম্পন্ন করে কিসমুল লুগাওয়িয়্যাত বিভাগ থেকে মাস্টার্স শেষ করেন। বর্তমানে তিনি এমফিল গবেষণার শেষ পর্যায়ে রয়েছেন এবং শিগগিরই তাঁর থিসিসের মুনাকাশা (আলোচনা/ডিফেন্স) অনুষ্ঠিত হবে।

শিক্ষাজীবনের শুরুতে তিনি কওমি ধারায় ঢাকার ঐতিহ্যবাহী দারুল উলূম মাদানীনগর মাদরাসা থেকে বেফাক বোর্ডের অধীনে অনুষ্ঠিত তাকমিল (দাওরাতুল হাদিস) পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং সম্মিলিত মেধাতালিকায় ১০ম স্থান অর্জন করেন। পাশাপাশি আলিয়া ধারার শিক্ষাব্যবস্থায় দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) অর্জন করেন। পরবর্তীতে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে ফাযিল (স্নাতক) শেষ করেন।

মুশাহিদ দেওয়ানের এই সাফল্যে তাঁর এলাকা ও দেশ গর্বিত। স্থানীয়দের আশা, তাঁর জ্ঞানচর্চা ও অবদান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে।

আগের সংবাদ দেখুনচাঁদাবাজ স্বপন নাজিমের ,মাদক ব্যবসা ও তেলচুরি জমজমাট
পরের সংবাদ দেখুনফ্যাসিষ্টদের দোসরদের কমিটি অনুমোদন দেয়নি শ্রম অধিদপ্তর