
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জয়নাল আবেদীন ফারুক আওয়ামীলীগের সক্রিয় কর্মকান্ডের সাথে জড়িত থাকলেও ক্ষমতার পালাবদলের সাথে সাথে নিজেকে বিএনপি নেতা পরিচয়ে পুরো এলাকা দাবিয়ে বেড়াচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্বাচনী প্রচারনায় দেখা গেছে তাকে। তিনি সাবেক সাংসদের জন্য নৌকায় ভোট চেয়ে নৌকার লিফলেট বিতরণ করেন।
বিশ^স্তসুত্রে জানা যায়, জয়নাল আবেদীন ফারুক সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় দীর্ঘদিন বসবাস করে আসছেন। তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে মাঠে ময়দানে কাজ করেছেন। বিভিন্ন সভাসমাবেশে অংশ গ্রহন করেছেন তিনি। গত পাঁচ আগষ্ট বৈষম্য বিরোধী জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতন হওয়ার পর নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে সিদ্ধিরগঞ্জের প্রভাবশালী বিএনপি নেতাদের ম্যানেজ করার চেষ্টা চালাচ্ছেন তিনি। সুচতুর ফারুক ক্ষমতার পালাবদলের সাথে সাথে নিজেকেও বদলে ফেলেছেন হঠাৎ করে। এতে বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখো দিয়েছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোরভাবে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন কোনভাবেই যেন আওয়ামীলীগসহ অন্যান্যদলের কাউকে বিএনপির রাজনীতির সাথে জড়িত না করার।
কয়েকজন ত্যাগী বিএনপি নেতা জানান, জয়নাল আবেদীন ফারুক সময়ের পরিবর্তনের সাথে সাথেই নিজেকেও বদলে ফেলতে চাইছেন। তিনি আওয়ামীলীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিলেন। শামীম ওসমানসহ আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের সাথে সবসময় উঠাবসা করতেন। তবে সময়ের পালা বদলের সাথে সাথে তিনি নিজেকেই বদলে ফেলেছেন। তবে তার এই আচরণে মনে হচ্ছে তিনি কোন উদ্দেশ্য হাসিল করতেই বিএনপির নাম ব্যবহার করছেন। কোন অবস্থাতেই এ সকল ব্যক্তি যেন বিএনপির নাম ভাঙ্গিয়ে কোন সুযোগ নিতে না পারে এ বিষয়ে বিএনপি নেতাদের সজাগ থাকার আহবান জানান তারা।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আকবর জানান, বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির রাজনীতি করতে গিয়ে একাধিকবার জেলজুলুম খাটতে হয়েছে। শুধু তাই নয় এলাকা ছেড়ে বছরের পর বছর পালিয়ে বেড়িয়েছি। জীবনের ঝুকি নিয়ে আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করেছি। এখন বিএনপির সুসময় দেখে যারা বিএনপির নেতা বনে যাওয়ার চেষ্টা করছেন তাদেরকে কোন ভাবেই দলে স্থান দেওয়া হবে না। কেন্দ্রীয় নেতাদের নির্দেশক্রমে আমরা কোনভাবেই অন্যদলের লোকদের আমাদের দলে ঠাঁই দেওয়া হবে না।
জয়নাল আবেদীন ফারুকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়েছে মামলা নাম্বার ২৫, তারিখ: ২৬/০৮/২৪
এক ব্যবসায়ী জানান, সময়ের সাথে তাল মিলিয়ে সাইনবোর্ড এলাকায় মিতালী মার্কেটের সাধারণ জনগণের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। বর্তমানে সিদ্ধিরগঞ্জে তার একাধিক বাড়ি, জমাজমি, ফ্লাট রয়েছে তার। এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় এলাকায় বেশ প্রভাব বিস্তার করে দীর্ঘদিন যাবৎ সাহেবপাড়া এলাকায় বসবাসয় করে আসছেন তিনি।
মিতালী মার্কেটের এক দোকানদার নাম প্রকাশে অনিচ্ছুক নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, জয়নাল আবেদীন ফারুক আমাদের সাথে প্রতারণা করে এক দোকান একাধিকবার বিক্রি করে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আমরা তার অপকর্মের প্রতিবাদ করলে মিথ্যে মামলা ও পুলিশ দিয়ে গ্রেফতারের হয়রানী করার ভয়ভীতি দেখাতো আমাদের। যার ফলে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েও তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাইনি। আমরা তার অপকর্মের শাস্তি দাবি করছি।
সাহেবপাড়া এলাকার এক বাসিন্দা নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, এক সময়ের গুলিস্তান এলাকায় হকারি করে জীবিকা নির্বাহ করতো জয়নাল আবেদীন ফারুক। মাত্র কয়েক বছরের ব্যবধানে রাতারাতি কিভাবে এত সম্পদের মালিক হয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক তার সম্পদের অনুসন্ধান করলেই আসল রহস্য বেরিয়ে আসবে বলে মনে করেন তিনি।
এ বিষয়ে জানতে জয়নাল আবেদীন ফারুকের মুঠোফোনে কয়েকবার ফোন দিয়ে তাকে পাওয়া যায় নি।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যষ কুমার মজুমদার নারায়নগঞ্জ ক্রাইম নিউজকে জানান, জয়নাল আবেদীন ফারুকের বিরুদ্ধে মামলা বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে আইনের আওতায় আনা হবে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১ এর অধিনায়ক লে:কর্নেল তানভীর মাহমুদ পাশা নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, অপরাধের সঙ্গে জড়িত যতই প্রভাবশালী হউক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।