রাজধানীর ডেমরায় রাশেদুল ইসলাম রাসেল নামে র্যাব সদস্য পরিচয় দানকারী ভূয়া প্রতারককে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। বৃহস্পতিবার ডেমরা চৌরাস্তা সুলতানা কামাল সেতুর পশ্চিমপাড় থানা পুলিশের চেকপোস্টে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে একটি কালো রঙের ওয়াকিটকি, দুটি কালো রঙের পিস্তলের কভার, একটি স্টিলের বাটন ও দুটি কালো রঙের কাপড়ের ম্যাগি হাতার র্যাব জ্যাকেট উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার রাসেল ঢাকার বড্ডা থানাধীন আনন্দ নগর স্কুল সংলগ্ন জসিম উদ্দিনের ভাড়াটিয়া ও চাঁদপুরের ফরিদগঞ্জ থানাধীন ধানুয়া গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে। এ ঘটনায় বুধবার রাতে ডেমরা থানায় রাসেলের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা হয়েছে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ডেমরার সুলতানা কামাল সেতুর চেকপোষ্ট থেকে এই প্রতারককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan