ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রাক্তন গণপরিষদ ও সংসদ সদস্য, স্বাধীনতা (মরণোত্তর) পদকপ্রাপ্ত এ.কে.এম শামসুজ্জোহার ৩৬ তম মৃত্যুবার্ষিকীতে করব জিয়ারত করেন নাতি এ.কে.এম অয়ন ওসমান।
সোমবার দুপুরে কেন্দ্রীয় মাসদাইর কবরস্থানে দাদা এ.কে.এম শামসুজ্জোহার কবরের পাশে দাঁড়িয়ে তার আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের সুযোগ্য সন্তান নারায়ণগঞ্জের ছাত্র ও তরুণ প্রজন্মের আয়কন এ.কে. এম অয়ন ওসমান।
এ সময় অয়ন ওসমান দাদা মরহুম এ.কে.এম শামসুজ্জোহা ও দাদী ভাষা সৈনিক নাগিনাজ্জোহা ও চাচা সাবেক-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম নাসিম ওসমানসহ ওসমান পরিবারের সকল কবরবাসী রুহের মাগফেরাত কামনা করে আল্লাহ দরবারে দোয়া করেন।
এই সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল, যুবলীগ নেতা কাউসারসহ ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan