নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সোনারগাঁ ভুমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো ফায়েজুল ইসলাম ফয়েজের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ক্রাইম নিউজে সংবাদ প্রকাশের পর সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা মুখ খুলতে শুরু করেছেন। দূর্নীতিবাজ ফায়েজের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে তাকে অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা। তিনি সার্বেয়ার পদে চাকরি করলেও এই কার্যালয়ে কানুনগো পদটি খালি থাকায় তিনি ভারপ্রাপ্ত কাননগো হিসেবে দায়িত্ব পালন করছেন।
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন, ভুমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো ফায়েজুল ইসলাম ফয়েজ সোনারগাঁ দীর্ঘদিন যাবৎ চাকরী করে অবৈধভাবে অঢেল সম্পদের মালিক হয়েছেন। তার গ্রামের বাড়ি দাউদকান্দি ও বিভিন্ন এলাকায় নামে বেনামে প্রচুর সম্পদ রয়েছে তার। দূর্নীতি দমন কমিশন তার সম্পদের হিসেবে খতিয়ে দেখলেই আসল রহস্য বেরিয়ে আসবে বলে মনে করেন তারা।
ভুমি অফিসে আসা রোকেয়া আক্তার নামে এক নারী নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, এ অফিসের সেকেন্ড কর্মকর্তা হিসেবে কানুনগো পদে চাকরি করে পুরো অফিসটি নিয়ন্ত্রণ করেন একাই তিনি। তার ইশারায় পরিচালিত হয় সকল কর্মকান্ড। সাধারণ মানুষ তার কাছে জিম্মি হয়ে পড়েছে। মোটা অংকের টাকা রফাদফা করে তিনি ফাইল স্বাক্ষর করেন। না হলে মাসের পর মাস তালবাহানা করে বিভিন্ন অজুহাতে ফাইল ফেলে রাখেন তিনি। আমরা অবিলম্বে তাকে এ কার্যালয় থেকে অন্যত্র বদলী করার দাবি জানাচ্ছি।
আলমাস মুন্সী নামে এক ভুক্তভোগী নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, সারা বাংলাদেশের মধ্যে আমাদের সোনারগাঁয়ের ভুমি অফিসটি ঘুষ বাণিজ্যের সেবা নির্বাচিত হবে। ফাইল দেখলেই তারা দাবি করেন লাখ লাখ টাকা। এ যেন টাকার মেশিন হয়ে গেছেন কাননগো ফায়েজুল ইসলাম ফয়েজ। তার সাথে কথা না বলে কোন কাজ হয় না বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে সোনারগাঁ ভুমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো ফায়েজুল ইসলাম ইসলাম ফয়েজকে নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ থেকে বারবার ফোন করা হলে তিনি কলটি রিসিভ করেন নি।
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান উল ইসলাম নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, সোনারগাঁ ভুমি অফিস ও ভারপ্রাপ্ত কানুনগোর বিরুদ্ধের সুনির্দিষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। একই অফিসে সরকারি নিয়ম উপেক্ষা করে কিভাবে তিন বছর দায়িত্ব পালন করছেন এ বিষয়ে জানতে তিনি বলেন, সরকারি নিয়ম অনুযায়ী দুই বছর পর বদলীর নীতিমালা থাকলেও বিভাগীয় কমিশনার স্যারের কার্যালয় থেকে বদলীর আদেশ করা হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan