A Top Ads

নারায়নগঞ্জ ক্রাইম নিউজ :  রাজধানীর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বলেন ,  যদি  নির্বাচন গ্রহণযোগ্য না হয় তাহলে  ভবিষ্যৎ অনিশ্চিত। এতে আর্থিক, সামাজিক, ইত্যাদি  সব কিছু থমকে যাওয়ার আশঙ্কা থাকবে।

সরকারের সাবেক এ সচিব বলেন,এই নির্বাচন যদি সুন্দর এবং গ্রহণযোগ্য না করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আমাদের দিকে পুরো  বিশ্ব তাকিয়ে আছে।

বাংলাদেশের সকল বিষয়ে, বিশেষ করে আর্থিক, সামাজিক, ব্যবসা-বাণিজ্যসহ সব কিছু থমকে যাওয়ার আশঙ্কা থাকবে। বাংলাদেশও হয়তো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কায় থাকবে বলে জানিয়েছেন তিনি ।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ছয়দিন পর। নির্বাচনকে যেকোনো মূল্যে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে হবেবলে মন্তব্য করেন তিনি ।

আগের সংবাদ দেখুনসিরিজে এলো সমতা
পরের সংবাদ দেখুনসাহস  নেই নির্বাচন বন্ধ করার: প্রধানমন্ত্রী