
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
সোনারগাঁ থানাধীন কাঁচপুর এর কিউটপল্লী এলাকা হতে চাঞ্চল্যকর ছোট ভাইয়ের হাতে বড় ভাই হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আমির হামজা (৫২)’কে (ছোট ভাই) গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার র্যাব-১১’র সহকারী পরিচালক মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নিহত জয়নাল আবেদীন এবং গ্রেফতারকৃত আসামী আমির হামজা উভয়ই সোনারগাঁয়ের কাঁচপুর মঞ্জিল খোলা এলাকার মানিক মিয়া বেপারীর ছেলে। নিহত জয়নাল আবেদীন তিন বিয়ে করেছিল। তবে কোন স্ত্রীর সাথেই তার সংসার বেশী দিন স্থায়ী হয়নি। পরে জয়নাল আবেদীন চতুর্থ বিয়ে করেন। তার প্রথম স্ত্রীকে ছোট ভাই আমির হামজা ফুসলিয়ে বিয়ে করেছিল। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল।
এরই প্রেক্ষিতে ২০০১ সালের ২৩ জানুয়ারি পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাই ভিকটিম জয়নাল আবেদীন তার ছোট ভাই আমির হামজার বল্লমের আঘাতে নিহত হয়। এই ঘটনায় ভিকটিম জয়নাল আবেদীন এর স্ত্রী বাদী হয়ে সোনারগাঁ থানায় আসামী আমির হামজার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত হত্যাকান্ডের পর হতে গ্রেফতারকৃত আসামী আমির হামজা কৌশলে আত্মগোপনে ছিল।
আসামী আমির হামজা পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই গত বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামী আমির হামজাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। নিজস্ব গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১ এর চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী আমির হামজার অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।