নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাতরা ডাকাতি করে নগত টাকা সহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল লুটে নিয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃধবার দিবাগত রাত ১.৩০ ঘটিকায় উপজেলার আড়াইহাজার পৌরসভার সিবপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে ব্যবসায়ী মোনতাজদ্দিনের বাড়িতে।
জানাযায় ওই রাতে ১০/১৫ জনের ডাকাত দল ব্যবসায়ী মোনতাজদ্দিনের দোতলা বিল্ডিংয়ের প্রধান ফটকের কাঁচি গেইটের তালা বেঙ্গে কৌশলে ঘরের ভিতর প্রবেশ করে ঘরের সকলকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পাঁ বেধে ফেলে। পরে ডাকাত দল ঘরে থাকা নগদ ৯০ হাজার টাকা, ৯ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার সহ বিভিন্ন জিনিস নিয়ে যায়।
বাড়ির মালিক মোনতাজদ্দিন জানান, প্রচন্ড গরমের কারনে গেইটে দুটি তালা লাগিয়ে প্রত্যেকের শোয়ার রোমের দরজা খোলা রাখিয়া ঘুমিয়ে যাই। পরে ডাকাতরা গেইটের তালা বেঙ্গে আমাদের রোমে প্রবেশ করে সকলের হাত-পাঁ বেধে রোমে থাকা সব কিছু নিয়ে যায়। তিনি আরো জানান,ডাকাতরা আমার বাড়িতে প্রবেশ করেই আমার টেক্্রটাইল মিলে ডুকে মিলের শ্রমিক জামিরকে জিম্মি করে রাখিয়া আমার বাড়িতে ডাকাতি করে চলে যায়।
আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ব্যপারে বাড়ির মালিক থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি। তবে ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan