নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাচ্চু মিয়া নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এসময় ওই ব্যবসায়ী এক ছিনতাইকারীকে আটকের চেষ্টা করলে ব্যবসায়ীর হাতে ও দুই পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারী।
খবর পেয়ে ওই ব্যবসায়ী স্বজনেরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে নিয়ে যায়। রবিবার কদমতলী এমডব্লিউ স্কুলের পাশে ঘটনাটি ঘটে। এঘটনায় ভুক্তভোগী মাছ ব্যবসায়ী বাচ্চু মিয়া সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
আহত বাচ্চু মিয়া জানান, প্রতিদিনের ন্যায় তিনি যাত্রাবাড়ি আড়তে মাছ কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে কদমতলী এমডব্লিউ স্কুলের দক্ষিন পাশের রাস্তায় আসলে একটি কালো রংয়ের মোটর সাইকেলে করে দ্ইু/তিনজন যুবক ছেলে এসে তার পথরোধ করে সংঙ্গে থাকা বিশ হাজার পাঁচশ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীকে ধরার চেষ্টা করলে তারা চাকু দিয়ে তার হাত ও পায়ে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan