নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মানব কল্যাণ পরিষদের তত্ত্বাবধানে বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্ম সংস্থানের লক্ষে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেডের আওতায় মঙ্গলবার (৯ মে) বিকেলে ৭ দিন মেয়াদী মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজুল হকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম শাহরিয়ার রেজা।
তিনি বলেন, যুবরা প্রশিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবে। সামাজিক অবক্ষয় রোধে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া বলেন, স্বেচ্ছাশ্রমে স্বেচ্ছাসেবীরা যেভাবে মানবিক কাজ করছে তা নারায়ণগঞ্জে বিরল। শত বাধা উপেক্ষে করে যুব প্রশিক্ষণ নিয়ে স্বেচ্ছাসেবকরা আরও অনেক দূর এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।
এসময় আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, মানব কল্যাণ পরিষদের মহাসচিব মো. নিজাম উদ্দিন ও জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভাপতি আয়শা আক্তার প্রমুখ।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan