নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসাবাড়িতে অগ্নিকান্ডে ছয়জন দগ্ধ হয়েছেন। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের বার্মাশীল বাগপাডা এলাকার একটি টিনশেড বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে। তবে ২২ দিনের নবজাতক মুনতাহা মাথায় ও পায়ে কিছু সামান্য অংশ পুড়ে যায়। তাকে চিকিৎসা দিতে হয় নি।
দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শরীরের ৪৫% দগ্ধ রহিমাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। দগ্ধ অন্যান্যরা হলেন- সুখী আক্তার (৩২), তার মেয়ে সাদিয়া (১০), বোন জান্নাতি আক্তার (১৮), ভাই আরিফ হাওলাদার (২১) ও রহিমার মেয়ে ঋতু (১৩)। নবজাতক মুনতাহা।
সিদ্ধিরগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, বাগপাড়া এলাকায় টিনশেড বাসাটিতে সুখী ও তার পরিবার ভাড়া থাকেন। তার স্বামী নূর মোহাম্মদ চাকরি করেন। ২২ দিন আগে মুনতাহা নামের তাদের একটি সন্তান হয়। সন্তানকে দেখতে স্বজনরা বাসায় এসেছিলেন। বাসায় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, বুধবার রাতে দিবাগত রাতে দগ্ধ ছয়জনকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। রহিমা নামে একজনকে আইসিইউতে রাখা হয়েছে। সুখী আক্তার, আগুনে পুড়েছে ১৭% ও জান্নাতি আক্তার দগ্ধ হয়েছেন ১৫%। তাদেরকে সাধারণ ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। দগ্ধ অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan