A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আগমগীর গ্রেফতারের পর সারাদেশে বিএনপি নেতাকর্মীরা হরতাল অবরোধ কর্মসূচী পালন করলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিনকে গত কয়েক দিনের আন্দোলন সংগ্রামে দেখা যায় নি বলে দাবি করেছেন বিএনপির একটি অংশ।

বিএনপির নেতাকর্মীরা জানান, নারায়ণগঞ্জ-১ রুপগঞ্জ আসনের বিএনপির মনোনয়ণ প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা বেএনপির সাবেক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সভাপতি কাজী মনিরুজ্জামান মনির ও অপর মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভুইয়ার বিরুদ্ধে রুপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

অপরদিকে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের বিএনপির মনোনয়ণ প্রত্যাশী সোনারগাঁ উপজেলা  বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানকে প্রধান আসামী করে সোনারগাঁ থানায় একটি মামলা করা হয়।

অপরদিকে মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণকে প্রধান আসামী করে বন্দর থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।নারায়ণগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম আজাদকে প্রধান আসামী করে আড়াইহাজার থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে ভুইঘর এলাকার ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে কেন্দ্রীয় বেএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান আসামী করে ফতুল্লায় থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই কর্মসূচীর পূর্বে সকালে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই নং ওয়ার্ডে র কাউন্সিলর ইকবাল হোসেনসহ সাত বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

তারা জানান, গত কয়েকদিনের হরতাল,অবরোধের কর্মসূচীতে কোথায় কোন ভাবেই বিএনপির জেলা কমিটির সভাপতি গিয়াস উদ্দিনকে অংশ গ্রহন করতে দেখা যায় নি। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গুঞ্জন উঠেছে অবস্থা বুঝে ব্যবস্থা নেন গিয়াস উদ্দিন।

পরিবেশ পরিস্থিতি অনুকুলে থাকলে তিনি কর্মসূচীতে অংশ নেন, পরিস্থিতি প্রতিকুলে থাকলে তিনি এলাকা ছেড়ে গাঁঢাকা দেন। এতে ত্যাগী নেতাকর্মীদের মনোবল একেবারেই দূর্বল হয়ে পড়ছেন।

 

 

 

আগের সংবাদ দেখুনঅবরোধের বিরুদ্ধে অবস্থান এমপি খোকার
পরের সংবাদ দেখুনটায়ারে আগুন,গাড়ি ভাংচুর