নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
ফতুল্লায় অভিযান পরিচালনা করে অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রী (১৪)’কে উদ্ধার করেছে র্যাব-১১। এসময় অপহরণকারী চক্রের মূলহোতা মো. জুম্মান (১৯)’কে গ্রেফতার করা হয়েছে। গত ২৭ এপ্রিল দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার র্যাব-১১’র ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার এএসপি মো. মোশারফ হোসেন এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী রূপগঞ্জ থানাধীন দিঘীবরাবো দক্ষিণ যাত্রামুড়া এলাকার মতিউর রহমানের ছেলে। ভিকটিম এর সাথে আসামীর সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। এরপর থেকেই গ্রেফতারকৃত আসামী বিভিন্ন ভাবে ভিকটিমকে কু-প্রস্তাব দেয়াসহ উত্যক্ত করে আসছিল। এতে ভিকটিম রাজি না হওয়ায় গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে।
ঘটনার এক পর্যায়ে গত ২৩ এপ্রিল সকাল অনুমান ১১টায় ভিকটিম মঠবাড়িয়া থানাধীন বাহালী পট্টি ২নং ওয়ার্ডস্থ তার বসত ঘরের সামনে রাস্তার উপর বের হলে গ্রেফতারকৃত আসামী ও তার সঙ্গীয় ২/৩ জন এর সহযোগীতায় পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমকে জোরপূর্বক মোটরসাইকেলযোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণকারী আসামীরা ভিকটিমকে অপহরণ করে কৌশলে আত্মগোপনে ছিল। এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।
বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য গ্রেফতারকৃত আসামীকে এবং উদ্ধারকৃত ভিকটিমকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য অজ্ঞাতনামা পলাতক আসামীদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan