রাজধানী ঢাকার রায়েরবাগের কদমতলী এলাকার গ্যাস রোডের এক চা দোকানীর বিরুদ্ধে বিয়ের নামে মেয়ে দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির নাম শাহাবুদ্দিন মিয়া। তার দুই মেয়ের নাম আরশেনা আক্তার নুহা, মারিয়া আক্তার নদী। দিনের পর দিন তার এই প্রতারণার ফাঁদের পড়ে নিস্ব হয়ে গেছেন বহু উঠতি বয়সের তরুণ।
ভুক্তভোগীদের সাথে কথা বলে জানাগেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে ধীরে ধীরে বিয়ের দিকে এগিয়ে যান আরশেনা আক্তার নূহা ও মারিয়া আক্তার নদী নামের এই মক্ষিরানী। তারপর বিয়ে করার কথা বলে যুবকের কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা। টাকা হাতানোর পর পল্টি নিয়ে নেন তারা। তাদের বিরুদ্ধে দেহ বাণিজ্যেরও অভিযোগ করছেন স্থানীয়রা।
রায়েরবাগের কদমতলীর গ্যাস রোড এলাকার বাসিন্দা তমাল হায়দায় জানান, সামান্য চা দোকানী বাবা অথচ তার মেয়েদের চালচলন দেখে মনে হয় তারা কোন সরকারি অফিসারের মেয়ে। সবসময় ফিটফাট, আর হারহামেশা বহুমূখী ছেলেদের সাথে উঠাবসা আর প্রতারণা মাধ্যমেই তাদের সংসার চলে।
আকলিমা আক্তার নামে এক স্থানীয় বাসিন্দা জানান, চা দোকানী সাহাবুদ্দিন মিয়া চায়ের দোকানে সুদের ব্যবসা করেন। সুদের টাকা না পেলে মাদক ব্যবসায়ী কিংবা এলাকার সন্ত্রাসী দিয়ে অন্যের কাছ থেকে জোড় পূর্বক টাকা আদায় করেন।
নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাসিন্দা ভুক্তভোগী জানান, নাজমুল মিয়া জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহাবুদ্দিন মিয়ার বড় মেয়ে আরশেনা আক্তার নুহার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারপর নাজমূলকে বিয়ে করবে এমন প্রতিশ্রুতি দিয়ে তিন থেকে চার লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সেই সাথে নামিদামী মোবাইল,ঘড়ি, গিফট, স্বর্ন অলংকার হাতিয়ে নিয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানাগেছে, এই ছেলেকে পথের ফকির করে নুহা এখন অন্য আরেক টাকাওয়ালাকে বিয়ে করেছেন। এমনিভাবেই প্রতিনিয়তই যুবকদের নিঃস্ব করে তুলছেন নূহা ও তার বোন নদী। এদের কাছ থেকে রক্ষা পেতে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভোক্তভোগী নাজমুল মিয়া।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক প্রতারক সাহাবুদ্দিন মিয়ার ও তার দুই মেয়ে আরশেনা আক্তার নুহা, মারিয়া আক্তার নদীর নামে বন্দর থানায় প্রতারণার দায়ে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan