
নারায়ণগঞ্জে তিন হাজার দু’শ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ধলেশ্বরী ব্রীজে নরসিংদী ও সিলেট গামী দুটি ট্রাক তল্লাশি করে ওই চিংড়ি জব্দ করে।
বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি আরো জানান, জব্দকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।