নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাসপোর্ট অফিস কার্যালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ, পিবিআই অফিস অগ্নিকান্ড, ভাংচুর, লুটপাট, জাতীয় যুব উন্নয়ণ কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ ও ডাচ বাংলা ব্যাংকে আগুন, ভাংচুর, লুটপাট, সাইনবোর্ড ও শিমড়াইল মোড়ে পুলিশ বক্সে আগুন, ভাংচুর এবং জ¦ালাও পোড়াও এবং মিতালী মার্কেট পরিচালনা কমিটির কার্যালয়ে আগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় বিএনপি নেতা, বিশ মামলার আসামী জয়নাল আবেদীন ফারুককে গ্রেফতার করেছেন পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানাসুত্রে জানাযায়, ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় ৫/৯/১৪,(২) মামলা। ২০১৪ সালের ৩০ শে ডিসেম্বর তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরী যার নাম্বার ১৪/৮৮। ২০১৫ সালের ২২ জানুয়ারি তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যার স্মারক নাম্বার-আর-৬৯১। ২০১৫ সালের ২০১৫ সালের ২০ জানুয়ারি জানুয়ারি ফতুল্লা থানায় তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ ২০১৫ সালের ৯ জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। যার নাম্বার-৪৫। ২০১৬ সালের ২৯ মে সিদ্ধিরগঞ্জ থানায় আরেকটি মামলা হয়েছে। যার নাম্বার-১২। ২০১৬ সালের ১০মে সিদ্ধিরগঞ্জ থানায় তার নামে একটি সাধারণ ডায়েরী হয়েছে যার নাম্বার-২৪/১২/১৬। ২০১৬ সালের ১২ অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়ে।
যার নাম্বার-৫৪৯। ২০১৬ সালের ২ শে ডিসেম্বর পুলিশ সুপার বরাবর তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা হয়। ২০১৬ সালে আঠাইশে ডিসেম্বর ঢাকার যাত্রাবাড়ি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। ২০২২ সালের ১ ডিসেম্বর তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নাম্বার-২। এই গাড়িতে অগ্নিসংযোগের মামলায় সে আঠার নাম্বার এজহার ভুক্ত আসামি ছিলেন। ২০২৩ সালের ৩০ জুলাই সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে আরো একটি জ¦ালাও পোড়াও মামলা দায়ের করা হয় যার নাম্বার-৫৬।
২০২৩ সালের ১৬ নভেম্বর তার বিরুদ্ধে আরো একটি জ¦ালাও পোড়াও মামলা দায়ের করা হয় যার নাম্বার-১৮। এ মামলায় তিনি ১৭নাম্বার আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন থানায় বিশটিরও বেশি মামলা রয়েছে। গত কয়েকদিন ধরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাসপোর্ট অফিস কার্যালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ, পিবিআই অফিস অগ্নিকান্ড, ভাংচুর লুটপাট, জাতীয় যুব উন্নয়ণ কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ ও ডাচ বাংলা ব্যাংকে আগুন, ভাংচুর, লুটপাট, সাইনবোর্ড ও শিমড়াইল মোড়ে পুলিশ বক্সে আগুন, ভাংচুর এবং জ¦ালাও পোড়াও এবং মিতালী মার্কেট পরিচালনা কমিটির কার্যালয়ে আগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে সিদ্ধিরগঞ্জ থানায়।
নাম প্রকাশে অনিচছুক কয়েকজন নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, জয়নাল আবেদিন ফারুক বিএনপির একজন প্রভাবশালী নেতা হিসেবে নোয়াখালীতে পরিচিত। বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে বিভিন্ন সভাসমাবেশে তাকে দেখা যায়। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর ফারুক ঢাকার গুলিস্তানে এসে হকারি ব্যবসা শুরু করেন।
সময়ের সাথে তাল মিলিয়ে সাইনবোর্ড এলাকায় মিতালী মার্কেটের সাধারণ জনগণের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। বর্তমানে সিদ্ধিরগঞ্জে তার একাধিক বাড়ি, জমাজমি, ফ্লাট রয়েছে তার। এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় এলাকায় বেশ প্রভাব বিস্তার করে দীর্ঘদিন যাবৎ সাহেবপাড়া এলাকায় বসবাসয় করে আসছেন তিনি।
মিতালী মার্কেটের এক দোকানদার নাম প্রকাশে অনিচ্ছুক নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, জয়নাল আবেদীন ফারুক আমাদের সাথে প্রতারণা করে এক দোকান একাধিকবার বিক্রি করে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আমরা তার অপকর্মের প্রতিবাদ করলে মিথ্যে মামলা ও পুলিশ দিয়ে গ্রেফতারের হয়রানী করার ভয়ভীতি দেখাতো আমাদের। যার ফলে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েও তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাইনি। আমরা তার অপকর্মের শাস্তি দাবি করছি।
সাহেবপাড়া এলাকার এক বাসিন্দা নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, এক সময়ের গুলিস্তান এলাকায় হকারি করে জীবিকা নির্বাহ করতো জয়নাল আবেদীন ফারুক। মাত্র কয়েক বছরের ব্যবধানে রাতারাতি কিভাবে এত সম্পদের মালিক হয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক তার সম্পদের অনুসন্ধান করলেই আসল রহস্য বেরিয়ে আসবে বলে মনে করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক নারায়নগঞ্জ ক্রাইম নিউজকে জানান, জয়নাল আবেদীন ফারুকের বিরুদ্ধে গাড়িতে অগ্নি সংযোগ, পাসপোর্ট অফিস ভাংচুর, পিবিআই কার্যালয়ে অগ্নিসংযোগ, যুব উন্নয়ণ অধিদপ্তরে ভাংচুর ও অগ্নিসংযোগসহ একাধিক অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নারায়ণগঞ্জ কার্যালয়ের এক দুদক কর্মকর্তা নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, জয়নাল আবেদীন ফারুকের অবৈধ সম্পদের বিষয়ে খোঁজখবর নিয়ে দেখা হবে। তদন্ত করে সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১ এর অধিনায়ক লে:কর্নেল তানভীর মাহমুদ পাশা নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, জঁ¦ালাও পোঁড়াও ঘটনার সাথে জড়িত কোন ব্যক্তিকেই ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যেই আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে আইনের আওতায় আনার ব্যবস্থা করছি।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan