নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
বঙ্গবাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের যথাযথ ক্ষতিপূরণ, সুষ্ঠু তদন্ত ও পুনর্বাসনের পাশাপাশি সেনা বাহিনীকে দায়িত্ব দিয়ে ‘বিল্ডিং কোড’ বাস্তবায়নের দাবি জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ (এনডিবি)’র চেয়ারম্যান মোমিন মেহেদী। মঙ্গলবার (৪ এপ্রিল) বঙ্গবাজারসহ স্থানীয় বিভিন্ন ভবন ও মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় সমবেদনা প্রকাশ করে দেয়া বিবৃতিতে এ দাবি জানিয়েছে এনডিবি।
এনডিবি’র গণমাধ্যম উপ কমিটির সদস্য সাবিনা নূরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ দাবি জানানো হয়েছে।
সংগঠনটির প্রেসিডিয়াম মেম্বার কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান এর উপদেষ্টা দৈনিক মাতৃভূমির খবর এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, প্রেসিডিয়াম মেম্বার চঞ্চল মেহমুদ কাশেম, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ আরো বলেছেন, ভবনগুলোর অধিকাংশই বিল্ডিং কোড না মেনে দুর্নীতির মাধ্যমে অনুমোদন নেয়ার কারণে একের পর এক অগ্নিকান্ড, বিস্ফোরণ, ধ্বংসের মত নির্মম ঘটনা ঘটছে। প্রতিকারের জন্য ‘বিল্ডিং কোড’ বাস্তবায়নে সেনা বাহিনীকে দায়িত্ব দেয়ার কোন বিকল্প নেই।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan