নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি আব্দুল আলী পুল এলাকার বাসিন্দা ৮০ বছরের বৃদ্ধা বিলকিস গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৮টা থেকে নিখোঁজ রয়েছেন। সন্ধান চেয়ে তার ছেলে মো. আবু তাহের সিদ্ধিরগঞ্জ থানায় শুক্রবার (১৪ এপ্রিল) সাধারণ ডায়েরী করেছেন। যার জিডি নং ৮০৩। কেউ নিখোঁজ বিলকিসের সন্ধান পেলে তার ছেলে মো. আবু তাহের-০১৭৫৩১০১৩০৫, নাতী মো. জুয়েল-০১৯৩১১১৯২৬৯ এবং জুলহাস-০১৮৬০৬৯৭৪৭১ মোবাইল নম্বরে অথবা সিদ্ধিরগঞ্জ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ বিলকিস ওয়াদ আলী মোল্লিক ও রাবেয়া আক্তারের মেয়ে এবং শেরাজুল হকের স্ত্রী। তিনি মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ এবং পেশায় গৃহিণী। তার শারীরিক গড়ন- চুল সাদাপাকা, গায়ের রঙ ফর্সা, লম্বায় ৪ ফুট ১ ইঞ্চি, ওজন ৩৫ কেজি। হারানোর সময় তার পড়নে গলায় খয়েরি রঙের ওড়না, শরীরে খয়েরি রঙের কামিজ ও সবুজ রঙের সালোয়ার, পায়ে নীল রঙের স্যান্ডেল ছিল।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan