
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ:বিএনপি-জামায়াতের বিরুদ্ধে অবরোধের নামে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির অভিযোগ এনে প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু সাহেবের নেতৃত্বে বি এন পির অবরোধের প্রতিবাদে বুধবার জামপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন। মিছিলটি ওই এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করেন।
এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু বলেন, অযথা অবরোধ দিয়ে কোন লাভ হবে না। বাংলার মানুষ তাদের আগুন সন্ত্রাসী হিসেবে জানেন। তাদের ডাকে কেউ সারা দিবে না। আর অযথা সোনারগাঁয়ের মানুষের জানমালে ক্ষতিসাধন করতে আসলে তা প্রতিহত করা হবে। অবরোধের নামে নাশকতা করলে ছাড় দেওয়া হবে না।