
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ রাজধানীর ডেমরায় বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বুধবার ডেমরা ডিপিডিসির অফিস ঘেড়াও করে বিক্ষোভ ও মানববন্ধন করে কয়েকশত গ্রাহকেরা। নিমাইকাশারী, রসুলবাগ, আদর্শনগর, সানারপাড়, মদানীনগর, নয়াআটি মুক্তিনগর, বাগমারাসহ ডেমরার বিভিন্ন এলাকার বাসিন্দারা এ কর্মসূচীতে অংশ গ্রহন করেন। এসময় বিক্ষুব্ধরা নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।
কর্মসূচীতে অংশ নেওয়া জামায়াতে ইসলামীর নেতা ইঞ্জিনিয়ার আব্দুল বাকি বলেন, গ্রাহকদের বিভিন্ন দাবির মধ্যে রয়েছে প্রিপেইড মিটারের পরিবর্তে পূর্বের ন্যায় পোষ্ট পেইড মিটার সংযোগ, অসঙ্গতিপূর্ণ বিদ্যুৎ বিল, মিটার চার্জ ও অতিরিক্ত চার্জ হতে অব্যাহতিসহ সকল অনিয়ম ও ভৌতিক আর্থিক ক্ষতিৎসাধন থেকে রক্ষা করতে হবে। আমরা ডেমরা ডিপিডিসিকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছি। দাবি পূরণ না হলে আমরা সড়ক অবরোধসহ বড় ধরনের কর্মসূচী ঘোষনা করবো।
ভুক্তভোগী কাজী জহিরুল ইসলাম জানান, আমরা দীর্ঘদিন যাবৎ পোষ্টপেইড মিটারের দাবিসহ ভুতুরে বিল ও অনিয়মের অভিযোগ করে আসছি। উর্ধ্বতন কর্তপক্ষের বারবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও তারা কোন কর্নপাত না করায় শেষ পর্যন্ত আমরা এলাকাবাসীদের সাথ নিয়ে তাদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করতে বাধ্য হয়েছি। পরে নির্বাহী প্রকৗশলী সমস্যা সমাধানের আশ^াস দিয়েছে।
ডেমরা ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম কালের কন্ঠকে জানান, পোষ্টপেইড মিটারসহ বিভিন্ন দাবি নিয়ে গ্রাহকরা আমরা কাছে স্মারণলিপি প্রদান করেছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।