নারাযণগঞ্জ ক্রাইম নিউজ
রূপগঞ্জে উপজেলার মাহমুদাবাদ এলাকা থেকে তিন রাউন্ড গুলিভর্তি বিদেশী পিস্তলসহ চার সস্ত্রাসীকে পুলিশ গ্রেফতার করেছে। গত ৪ জুন রাতে মুড়াপাড়া ইউনিয়নের সহিতুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যলয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে মীরগদাই এলাকার বাদল মিয়ার ছেলে সাব্বির (২৪), মাছিমপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে রমজান আলী (৩৪), আলম মিয়ার ছেলে শাওন (২৪) ও লাল মিয়ার ছেলে আব্দুল হামিদ (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবকদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগজিন, একটি ড্যাগার, একটি চাইনিছ কুড়াল, একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ বলেন, গ্রেফতারকৃত চার জনকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan