
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচার বেচা-কেনার জিনিস নয়। কোন বিচারক যদি বিচার বেচা-কেনা কওে, তাহলে সেটা ডাকাতির চেয়ে খারাপ। এ ধরনের বিচারকে উদ্র করে নেয়া হবে। এসময় তিনি আইনজীবীদের সহনশীল হওয়ার আহ্বান জানান।
বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বারভবনে আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মাণাধীন বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি আরও বলেন, অনেক সময় বিচার প্রার্থীদের ন্যায় বিচার পেতে কষ্ট হয়। এখনও আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে। তাদের বিচার কাজটি দ্রুত শেষ করতে পারাটাই সাফল্য। বিচার প্রার্থীরা যাতে সল্প সময়ে বিচর পায়, সে জন্য বিচারকদের পাশাপাশি আইনজীবীদের সহযোগিতা দরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল মুন্সি মো. মশিয়ার রহমান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ আস শামস জগলুল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও আইনজীবীরা।