A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: অবরোধের প্রথম দিনে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আড়াইহাজার থানার অফিসার(তদন্ত) এ এস আই কনস্টেবলসহ কমপক্ষে দশ পুলিশ আহত হয়েছে। আহতদের মধ্যে তিন পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করলে কমপক্ষে ত্রিশজন বিএনপি নেতাকর্মী আহত হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ তিনজন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছেন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮ টায় অবরোধের সমর্থনেপাঁচরুখী এলাকায় মহাসড়কে মিছিল বের করে বিএনপির কেন্দ্রীয় সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। মিছিলে শত শত নেতাকর্মীঅংশ নেয়। মিছিল থেকে সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে অবরোধসফলে নামা স্লোগান দেন নেতাকর্মীরা। মিছিলটি মহাসড়কে কিছুক্ষণ অবস্থানকরার পর পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে ও পুলিশ টিয়াস গ্যাস ও গুলি ছুড়ে। একপর্যায়ে পুলিশকে ঘিরে ফেলে বিএনপির নেতাকর্মীরা।

এসময় উপর পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী ও আড়াইহাজার থানার অফিসার (তদন্ত) হুমায়ুন মিয়া, এ এস আই আব্দুল মতিন ও কনস্টেবল নুরূল হকসহ কমপক্ষে দশ পুলিশ সদস্য আহত হন। এসময় কয়েকটি বাস ভাংচুর, মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোটা সহ আসলেতাদেরকেও ধাওয়া দেয় বিএনপির নেতাকর্মীরা। এসময় কয়েকজন আওয়ামীলীগকর্মী গুরুতর আহত হন।

বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ জানান, আমাদের অর্ধশতাধিক নেতাকর্মী পুলিশ ও আওয়ামীলীগের হামলায় আহতহয়েছেন। পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের উপর নির্বিচাওে গুলি করেছে। তবুও আমরা ৭২ ঘন্টা রাজপথে থেকে অবরোধ সফল করবো।

নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল কালের কন্ঠকে জানান, বিএনপির নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে টায়ারে অগ্নি সংযোগ করে বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আড়াইহাজার থানার তদন্ত ওসি এক এস আই ও একজন কনষ্টেবলসহ কমপক্ষে দশজন পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে বিএনপি নেতারা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আগের সংবাদ দেখুনপুলিশ আহতের ঘটনায় প্রধান আসামী আজাদ
পরের সংবাদ দেখুনমহাসড়কে টায়ারে আগুন,বিক্ষোভ