A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: রাজধানীর ডেমরায় পুলিশের অভিযানে গ্রেফতার বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে ডেমরার বিভিন্ন এলাকা গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। বিএনপি-জামায়াতাতের নেতাকর্মীদের বিরুদ্ধে ডেমরা থানায় দায়ের করা বিভিন্ন মামলায় তাদের আসামি করে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- হাসান ওরফে ভুলন (২৬), সজিব মিয়া(২৫), আলমগীর হোসেন (৩০), আতাউর রহমান (৩৫), সজীব মিয়া (১৮), নুরুল ইসলাম (৫১), হারুন-অর-রশীদ (৪৩), ইমরান মিয়া (১৯), নেছাব আহাম্মেদ (৫৪), নুর আলম (৫৫), দিদরাজ মিয়া (২৬), আকতার মিয়া (৪০), খলিলুর রহমান (৪৮), মনির মিয়া (২৪), মাসুদ আলম (৪২), ইয়ামিন মিয়া (২৮), আব্দুর রহিম (৪৫), আনোয়ার হোনের আমান (২৯), আশরাফ মিয়া (৩৫), ছানাউল্লাহ নূরী (৩৭), সামসুল হক খাঁন (৫২) ও মোশারফ হোসেন (৫২)।

ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, ডেমরার বাদশা মিয়ো রোড এলাকায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মিছিল থেকে পুলিশের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও অতর্কিতে হামলা চালায়। এতে ৩ পুলিশ সদস্য রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় ডেমরা থানায় মামলা হয়েছে।

 

আগের সংবাদ দেখুনসাবেক এমপিকে প্রধান আসামী করে মামলা
পরের সংবাদ দেখুনরিজভী, আজাদের নামে মামালা