
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা জামায়াত বিএনপিকে হুশিয়ার করে বলেন, আরেকবার রূপগঞ্জে চোরাগুপ্তা হামলা করলে পিঠের চামড়া থাকবে না। কঠিন হস্তে দমন করা হবে। এভাবে সাধারণ মানুষের জানমালের ক্ষতি সাধণ করলে কোনভাবেই এই অগ্নিসন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না। আমরা শান্তির পক্ষে। রূপগঞ্জের জনগণ আমাদের শক্তি। আমরা সাধারণ মানুষের জান,মালের ক্ষতি হতে দেবো না। চোরাগুপ্তা হামলা ছাড়া বিএনপি ,জামায়াত জীবনে কোন কিছু করতে পারে নাই। শান্তিকামী জনগণ বিএনপির অবরোধ মানছে না। সাধারণ মানুষ বিএনপির অবরোধের বিরুদ্ধে এক হয়েছে। নারায়ণগঞ্জের রুপগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কসহ বিভিন্ন এলাকায় বিএনপি অবরোধ বিরোধী মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, দিনের বেলায় আসুন, আমরা আপনাদের বিরুদ্ধে লড়বো। চোরাগুপ্তা হামলা করে জনগণের সম্পদ নষ্ট করে আপনাদের কোন লাভ নেই। আপনাদের চোরাগুপ্তা হামলার বিচার করবে প্রশাসন। আমরা শান্তির পক্ষে। রূপগঞ্জের জনগণ আমাদের শক্তি। আমরা সাধারণ মানুষের জান,মালের ক্ষতি হতে দেবো না। চোরাগুপ্তা হামলা ছাড়া বিএনপি ,জামায়াত জীবনে কোন কিছু করতে পারে নাই। শান্তিকামী জনগণ বিএনপির অবরোধ মানছে না। সাধারণ মানুষ বিএনপির অবরোধের বিরুদ্ধে এক হয়েছে।
বিএনপি নেতাদের উদ্দেশে বিসিবির এই বলেন, যদি আরেকবার রূপগঞ্জে চোরাগুপ্তা হামলা করে তাহলে তাদের পিটের চামড়া থাকবে না। দিনের বেলায় আসুন, আমরা আপনাদের বিরুদ্ধে লড়বো। চোরাগুপ্তা হামলা করে জনগণের সম্পদ নষ্ট করে আপনাদের কোন লাভ নেই। আপনাদের চোরাগুপ্তা হামলার বিচার করবে প্রশাসন।
এর আগে নগরীর সকালে শহরে ২নং রেলগেইট এলাকায় থেকে বিক্ষোভ মিছিল বের করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা৷ মহনগরের যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জলের নেতৃত্বে মিছিলটি নগরীর বঙ্গবন্ধুসহ বিভিন্ন সড়কে অবস্থান করে। এছাড়া আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরতলী ও মহাসড়কে পাশে শান্তি পক্ষে সমাবেশ করেছে।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিসিবির পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা নেতৃত্বে ভুলতা,কাঞ্চন, কায়েতপাড়া ও তারাব বিশ্বরোড এলাকায় অবরোধ বিরোধী সমাবেশ ও মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে অবস্থান করেন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।