A Top Ads

বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাঁকডাকে ঘোড়াও হাসে। আমরা হাঁক-ডাক হুমকি ধামকি ভয় করি না। শেখ হাসিনাও ভয় পান না। শেখ হাসিনা আল্লাহপাক ছাড়া কাউকে ভয় পান না।

বৃহস্পতিবার নগরীর সড়ক ভবনের মিলনায়তনে ‘সড়ক ও জনপথ প্রকৌশল সমিতির ৩০ তম সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে’ মন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, যে দল ঘরে যেমন গণতন্ত্রের চর্চা করে রাজনৈতিক মাঠেও একই। বিরোধী দল শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়। তবে বিরোধিতার নামে জ্বালাও পোড়াও কোনো গণতন্ত্র নয়। তবে বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলনকে সাধুবাদ জানায়।

আগের সংবাদ দেখুনIs Cristiano supporting Messi in the World Cup final?
পরের সংবাদ দেখুনক্রেতা সেজে স্বর্ণালংকার নিয়ে চম্পট