A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শুক্কুর আলী (৫০) নামে সিএনজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে কাঁচপুর পশ্চিম বেহাকৈর বেন্ডিস মেইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শুক্কুর আলী ঐ এলাকার মৃত মোজাম্মেল শিকদারের ছেলে। তিনি নারায়ণগঞ্জের সিএনজি গাড়ি ভাড়া দিয়ে ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে তার নিজ বাড়ির নির্মাণাধীন কাজের এক তলা বাড়ির ছাদে পানি দিচ্ছিলেন। সে সময় ছাদের কিনারায় গেলে ছাদের সাথেই হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়। পরে এলাকার লোকজন উদ্ধার করে স্থানীয় বারাকাহ হাসাপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আগের সংবাদ দেখুনচাঁদার জন্য তালা!
পরের সংবাদ দেখুনদুই ভাই হত্যায় গ্রেফতার ১