A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

রূপগঞ্জে দাবিকৃত চাঁদা না দেওয়ায় চাঁদাবাজ ও সন্ত্রাসী বাহিনী দিয়ে বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে উপজেলার তারাব পৌরসভার তারাব দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মুনসুর আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।

মুনসুর আলী জানান, তিনি তারাব পৌরসভার তারাব দক্ষিণপাড়া এলাকায় পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। তিনি তারাব এলাকায় দীর্ঘদিন ধরে জমি বেচাকেনার ব্যবসা করে আসছেন। স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসী আকবর বাদশা ও তার সহযোগী শ্রাবণ ও মেহেদী মিলে মুনসুর আলীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। সে তাদের কোন প্রকার চাঁদা দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়।

চাঁদা দিতে অস্বীকার করায় গত সোমবার রাতে আকবর বাদশার হুকুমে শ্রাবণ, মেহেদী, আলামিন, সুমন, সোহেল, রুবেল, বিল্লাল, বাধন সহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুনসুরের কাছে আবারো ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় মুনসুর টাকা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা মুনসুরের বাড়িঘরে ব্যাপক ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। এক পর্যায়ে হামলারকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে চলে যায়। পরে মুনসুর জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আগের সংবাদ দেখুনখালদো জয়িার রোগমুক্তি কামনায় দোয়া
পরের সংবাদ দেখুনওষুধ কারখানায় আগুন, আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে