নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে বারদীতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। গতকাল সোমবার বিকাল পাঁচটায় উক্ত র্যালী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম থেকে শুরু হয়ে বাজারে বিভিন্ন রাস্তায় হয়ে গৌরাঙ্গ মহা প্রভু মন্দিরে প্রদক্ষিণ করে ফের লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম এসে শেষ হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম কমিটির আশ্রমের সদস্য সচিব সাংবাদিক শ্রী শংকর কুমার দে,শ্বশান কমিঠির সভাপতি সুরেষ দাষ,সাধারণ সম্পাদক হরী গোপাল,বাংরাদেশ পূজা উদযপন পরিষদের মানিক শীল,নারায়ণ সাহা,রিপন শীলসহ প্রমূখ।
লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম কমিটির আশ্রমের সদস্য সচিব সাংবাদিক শ্রী শংকর কুমার দে বলেন, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মুন্সির নেতৃত্বে আমাদের সাম্প্রদায়ের রক্ষার স্বার্থে সরকার প্রথম দিন থেকে আজ জন্মাষ্টমী র্যালি উপলক্ষে বি.এন.পিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহযোগিতায় করছেন। এদিকে, শ্রীকৃঞ্চের জন্মাষ্টমীর র্যালি ও মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan