A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার আমান সিমেন্টের পরিবেশ ও শব্দ দূষনের প্রতিবাদ জানাতে গিয়ে বাবু বাহিনীর হাতে আহত হয়েছেন নারীসহ কমপক্ষে পাঁচজন। এতে ওই এলাকায় সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানায়, উপজেলার বৈদ্দারবাজার ইউনিয়নের মোবারকপুর এলাকায় অবস্থিত আমান সিমেন্ট কারখানার বিকট শব্দ ও পরিবেশ দূষন করে আসছে। আশপাশ এলাকার লোকজন কোনভাবেই বসবাস করতে পারছেন না ওই কারখানার বিকট শব্দে। গতকাল মোবারকপুর এলাকার কয়েকজন ভুক্তভোগী তাদের এসকল কার্যক্রমের বাধা দিতে গেলে বৈদ্দারবাজার ইউনিয়ণ পরিষদের তিন নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নূরে আলম নোবেলের ছোট ভাই কৃষকদল নেতা সোহেল মিয়া ও তার সহযোগী হান্নান মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে ওই এলাকার বাসিন্দা গাজী মাসুম, দিলারা আক্তার, আকলিমা বেগম ও সেলিনা বেগমকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। মারাত্মক আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী গাজী মাসুম নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, আমরা দীর্ঘদিন যাবৎ বাপ-দাদার আমল থেকে এই এলাকায় বসবায় করে আসছি। কয়েক বছর আগে ঘনবসতিপূর্ণ এলাকায় আমান সিমেন্ট নামে একটি কারখানা স্থাপন করে। কারখানার বিকট শব্দ ও পরিবেশ দূষনের কারণে আমরা কোনভাবেই ওই এলাকায় বসবাস করতে পারছিনা। এ অবস্থা চলতে থাকলে আমরা এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছি আমরা।

আহত সেলিনা আক্তার জানান, কোম্পানীর অত্যাচারের প্রতিবাদ জানাতে গিয়ে কোম্পানীর নিয়োজিত সন্ত্রাসী বাহিনীর সদস্য দেলোয়ার হোসেন বাবু মেম্বার ও সোহেল মিয়ার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছি আমরা। যে কোন সময় এ সকল সন্ত্রাসীরা আমাদের বাড়িঘরে ও আমাদের উপর আকস্মিকভাবে হামলা চালায়। আমরা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে জানতে চাইলে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের তিন নাম্বার ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন বাবু জানান, ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। আমার শশুর মারা যাওয়ার সংবাদ শুনে আমি বন্দরে অবস্থান করছি। তবে আমি জানতে পেরেছি ওই সকল লোকেরা কোম্পানীর গ্লাস ভাংচুর করে কোম্পানীর ভিতরে প্রবেশ করে হট্টগোল করেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জায়েদুল ইসলাম মিঞা বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাসকারী সাধারণ জনগণের অসুবিধা করে কারখানা পরিচালনা হচ্ছে কিনা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

আগের সংবাদ দেখুননারায়ণগঞ্জ জেলা বিএনপির শোকবার্তা
পরের সংবাদ দেখুনবিশ্ব ক্যান্সার দিবসে সেমিনারে বক্তারা ক্যান্সার প্রতিরোধে সকল প্রচেষ্টা এখনই ব্যাপকভাবে শুরু করা প্রয়োজন