
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
রূপগঞ্জে হোটেল কর্মচারীকে গুলি করে হত্যার ঘটনায় বিদেশি রিভলবার ও ৪ রাউন্ড গুলিসহ শাওন নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইউনিট নারায়ণগঞ্জ। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
গোলাম মোস্তফা জানান, তারাব পৌরসভার বরপা এলাকায় প্রিন্স হোটেলের কর্মচারী বিল্লাল হাওলাদারকে হত্যার ঘটনায় জড়িত শাওনকে তার রূপগঞ্জের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে তারাব মাসাব এলাকার মোতাহার হোসেনের ছেলে। এ সময় তার বাড়ির দোতলার সিড়ির নীচে লুকানো ২২ বোরের একটি সচল রিভলবার ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ অস্ত্র হোটেল কর্মচারী হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করেছে।
এর আগে, ৩০ মে বিকেলে স্থানীয় এক যুবলীগ নেতাকে টার্গেট করে প্রিন্স হোটেলে ঢুকে এলোপাতাড়ি গুলি করে ছাত্রলীগ নামধারী কয়েকজন। এ সময় গুলিবিদ্ধ হয় হোটেল কর্মচারী বিল্লাল। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।