A Top Ads

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাতান পাড়ায় তিন ছিনতাইকারীকে আটক করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গতকাল রাতে এক ব্যবাসায়ীকে গতিরোধ করার সময় হাতেনাতে ওই ছিনতাইকারীদের গ্রেফতার করেন থানা পুলিশ। এ ঘটনায় আরো ৪/৫ জন ছিনতাইকারী পালিয়ে যান।  গ্রেফতারকৃতরা হলেন, মিজমিজি বাতান পাড়ার আব্দুল বাতেন মিয়ার ছেলে জাকির মিয়া, মোহাম্মদ আলীর ছেলে মাসুম মিয়া, ইসমাইলের ছেলে মনির মিয়া।

ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, রাতে বাসায় ফিরার পথে একটি ছিনতাইকারীর সিন্ডিকেট মিজমিজি বাতেন পাড়ায় আমার গতিরোধ করিয়া আমার সাথে থাকা সাত লক্ষ চৌত্রিশ হাজার টাকা ছিনতাই করার চেষ্টা করে। তাৎক্ষনিত থানায় সংবাদ পৌছালে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ইয়ায়ুর রহমান তাদের হাতেনাকে আটক করেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ইয়ায়ুর রহমান জানান, ছিনতাইয়ের কবলে ব্যবসায়ী এমন সংবাদের ভিত্তিতে গিয়ে তিন ছিনতাইকারীকে আটক করি। তাদের কাছ থেকে নগদ তিন লক্ষ টাকা উদ্ধার করা হয়। এঘটনায় আমজাদ মিয়া থানায় একটি মামলা করেছেন।

আগের সংবাদ দেখুনতিন প্রতিষ্ঠানকে জরিমানা
পরের সংবাদ দেখুনপুলিশ কর্মকর্তার অবৈধ সম্পদের পাহাড়