
ডেমরা (ঢাকা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা, নিহত আওয়ামী লীগ নেতাকর্মী ও অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় রাজধানীর ডেমরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদ্য সাবেক সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি,চেয়ারম্যান ও ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী সহিদুল ইসলাম এ দোয়া মাহফিলের আয়োজন করেন। সঞ্চালনায় ছিলেন সাবেক সারুলিয়া ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি জাফর আহম্মেদ বাবু।
শনিবার বিকালে সারুলিয়া মা মেমোরিয়াল স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত এ মাহফিলে এ সময় উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী দারুন্নাজাত সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু বক্কর, ওই ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. দুলাল খান, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আজমত আলী, সাবেক মেম্বার মো. মোতাহার হোসেন, স্থানীয় ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, মো. সুমন খাঁন, মো. জয়নাল আবেদীন, ডিএসসিসির ৬৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারি সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দরাসহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গরা। দোয়া শেষে সহ¯্রাধিক অসহায়দের মাঝে তবারক হিসেবে খিচুরি বিতরণ করা হয়।
বক্তব্যে সহিদুল ইসলাম বলেন, স্বাধীন বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, আর উন্নত ডিজিটাল বাংলাদেশ মানেই শেখ হাসিনা। এদেশে যে সকল আওয়ামী লীগ নেতা মৃত্যু বরণ করেছেন তারা এ দেশের উন্নয়নেও বিরাট ভূমিকা রেখেছেন। তাই বঙ্গবন্ধুসহ নিহতদের ভুলে গেলে চলবেনা। তাদের আন্দোলন সংগ্রামেই বাংলাদেশ আজ উন্নয়নের পথে চলছে।