নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের বন্দর থেকে ২৯৮ বোতল ফেনসিডিলসহ সৈয়দ মোহাম্মদ হাসান (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
দুপুরে র্যাব-১১ এর এএসপি ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গভীর রাতে বন্দরের চানপুর এলাকা থেকে ধরা হয় তাকে।
আটক যুবক নোয়াখালী জেলার কবিরহাট থানার সৈয়দ জহির উদ্দিনের ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছে আটক ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল স্বল্প মূল্যে ক্রয় করে এনে তা ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan