প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৫:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৩, ১২:০৭ অপরাহ্ণ
বজ্রপাতে নিহত ১,আহত ৪

নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায় বজ্রপাতে
শামীম (৪০) নামে একজন নিহত হয়েছে। আহত
হয়েছে ৩ জন।
উপজেলার সনমান্দি ইউনিয়নের মশুরাকান্দা গ্রামের ফসলী জমিতে কৃষিকাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, (১২ জুন) সোমবার দুপুরে উপজেলার সনমান্দি ইউনিয়নের মশুরাকান্দা চকের ফসলী জমিতে কাজ করার সময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এ সময় নিহত শামীমসহ অন্যান্যরা কৃষকরা চকের মাঝখানে অবস্থিত পানির সেচ ঘরে আশ্রয় নেন।
হঠাৎ ওই ঘরের উপর বজ্রপাত হলে শামীম (৪০) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন মোক্তার, কামাল, জয়নাল ও নূরা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan