
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অবস্থিত দেশের বৃহৎ মার্কেট মিতালী মার্কেটের দোকান মালিক সমিতি গভ:রেজি: ১৬৯৮) এর নতুন কোন কমিটির অনুমোদন দেওয়া হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন নারায়ণগঞ্জ শ্রম অফসের সহকারী পরিচালক ইয়াসমিন আক্তার। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন,ফ্যাসিস্ট আওয়ামীলীগের কোন দোসরদের কমিটির অনুমোদন দিবে না কর্তৃপক্ষ। দোকান মালিক দের অভিযোগ পনেরো লক্ষ টাকার বিনিময়ে শ্রম অধিদপ্তর,চাষাঢ়া,নারায়ণগঞ্জ এর কেরানী আ: রহিম ও সহকারী শ্রম পরিচালক ইয়ামিনের যোগসাজশে মিতালী মার্কেট দোকানদার সমিতির গভ: রেজি: নং ১৬৯৮ এর একটি অবৈধ কমিটি অনুমোদনের পাঁয়তারা করছে। যদিও বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ৩১৭(৪)( ঘ) ধারার বিধান এবং মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দায়েরকৃত রীট পিটিশন নং ৭৩৭২/২০১১ এবং ৪৩১৬/২০১৪ এর ০৮/০৭/২০১৪ ইং তারিখের নির্দেশনা মোতাবেক রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের তত্ত্বাবধানে কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠানে বাধ্যবাধকতা রয়েছে। একাধিক দোকান মালিক অভিযোগ করেন,তারা বারবার নির্বাচন অনুষ্ঠানের জন্য শ্রম অধিদপ্তরের লিখিতভাবে আবেদন করার পরে ও এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেন নি। উল্টো মার্কেট এর অর্থ আত্মসাত কারী,সৈরাচার হাসিনার দোষর জামান ও কলার ফারুক দের প্রতিষ্ঠিত করতে পাঁয়তারা করছে। এমন অপচেষ্টা প্রতিহত করতে আমরা বদ্ধ পরিকর। উক্ত অপচেষ্টার মূল হোতা শ্রম অধিদপ্তরের কেরানি আ: রহিম ৮ বছর আগে তার পোস্টিং হয়েছিল চট্টগ্রাম শ্রম অধিদপ্তরের কার্যালয়ে সে সেখানে না গিয়ে সংযুক্তিতে নারায়ণগঞ্জ শ্রম দপ্তরে থেকে এই সকল অপকর্মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিত্তের মালিক বনে গিয়েছেন।
মিতালী মার্কেট দোকান মালিক সমিতির একডজন দোকান মালিক জানিয়েছেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার আমলে এরা দাপিয়ে বেড়িয়েছে। এখনও টাকার বিনিময়ে কমিটি বাগিয়ে নিতে চেষ্টা করে যাচ্ছে। তারা আক্ষেপের সাথে বলেন, ২৪ পরবর্তী আওয়ামীলীগের দোসররা আবারো মাথাচারা দিতে ব্যস্ত হয়ে পড়ছে। শ্রম অফিসের একটি শক্তিশালী সিন্ডিকেট তাদের সহযোগীতা করছে বলেও অভিযোগ করেছেন দোকান মালিক সমিতির সদস্যরা। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার দাবি জানিয়েছেন সাধারণ দোকানীরা।
এ বিষয়ে শ্রম অধিদপ্তরের মহা পরিচালক জনাব, এ কে এম তরিকুল আলমের নিকট উক্ত অবৈধ কমিটি অনুমোদনের কথা জানতে চাইলে তিনি বলেন, এই ধরনের কোন বিষয় আমার জানা নেই। আর শ্রম আইন ও শ্রম বিধিমালা এবং মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনার বাহিরে গিয়ে কেউ কিছু করলে তার দায় দায়িত্ব তাকে নিতে হবে। আমরা বিষয়টি গুরুত্বসহ কারে খতিয়ে দেখবো।